মুম্বাই, ২৭ নভেম্বর-কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কেমোতে হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর ভারতে চলতি মাসেই অনুষ্ঠিত হয়েছে বিবাহত্তোর সংবর্ধনা। রণবীর-দীপিকার বিয়ের রেশ থামতে না থামতেই এবার শুরু হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ব্যস্ততা। আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে বলিউড তারকা প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ের আনুষ্ঠানিকতা, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আয়োজনে উপস্থিত থাকবেন রণবীর-দীপিকা। ইতোমধ্যে প্রিয়াঙ্কার পক্ষ থেকে রণবীর-দীপিকার কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তারা সেটি গ্রহণ করেছেন এবং রণবীর-দীপিকা ছাড়াও প্রিয়াঙ্কার অতিথির তালিকায় রয়েছেন, সঞ্জয় লীলা বানসালি, করন জোহর, রানী মুখার্জি ও তার স্বামী আদিত্য চোপড়াসহ অনেকে। তবে অক্ষয় কুমার, আমির, সালমান ও শাহরুখ খান বিয়েতে হাজির হবেন না বলে জানা গেছে।আগামী ২৯ নভেম্বর বিয়ের আয়োজন শুরু হবে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে। সেদিন মেহরানগড় দুর্গে হবে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিশেষ সংগীতের অনুষ্ঠান। ৩০ নভেম্বর আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে পার্টি। নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠজনেরা এই পার্টিতে অংশ নেবেন। তবে বিয়ের মূল অনুষ্ঠান হবে উমেদ প্যালেসে আগামী ১ ডিসেম্বর, এদিন হবে গায়ে হলুদের অনুষ্ঠান। ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ে হবে হিন্দুরীতিতে। ৩ ডিসেম্বর খ্রিষ্টানরীতিতে বিয়ে করবেন এই দুই তারকা। আরএস/ ২৭ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DYMpp7
November 28, 2018 at 12:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন