চিতাবাঘের আতঙ্ক নাউয়াপাড়ায়

হেলাপাকড়ি, ২২ ডিসেম্বরঃ ময়নাগুড়ির পদমতি-১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী নাউয়াপাড়া গ্রামে চিতাবাঘের আতঙ্ক। শনিবার সকালে ওই এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। পায়ের ছাপ দেখে চিতাবাঘ সন্দেহে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তর ও ময়নাগুড়ি থানায়। বনদপ্তরের নির্দেশে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দুকুমার রায় বলেন, ‘এলাকায় চিতাবাঘের আতঙ্ক রয়েছে। তবে সেগুলি চিতাবাঘের পায়ের ছাপ নয় বলেই মনে করা হচ্ছে। সম্ভবত এটি ভাম বিড়ালের পায়ের ছাপ হতে পারে।’

গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এলাকায় এধরনের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন তাঁরা। মাঝেমধ্যেই অনেকের ছাগল হারিয়ে যাচ্ছে। এই ঘটনায় গ্রামে চিতাবাঘের আতঙ্কে ছড়িয়েছে। ওই এলাকায় খাঁচা পাতার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

সংবাদদাতাঃ উৎপল সেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SgR1u6

December 22, 2018 at 02:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top