বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে (১৩ ডিসেম্বর) বৃহস্পতিবার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের বিএনপি নেতা কছির অালীর বাড়িতে ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মানিক মিয়া’র সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ এবং বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের মনোনীত বিএনপি’র প্রার্থী তাহসিনা রুশদীর।
তাঁর বক্তব্যে বলেছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে নেতাকর্মীর প্রতি আহবান জানান। আপনাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীকে মনেপ্রাণে ভালবাসেন সেই প্রমাণ আজ মাঠ পর্যায়ে দেখছি। ইনশাআল্লাহ আমরা নির্বাচনে বিজয়ী হব।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মনির আহমদ, ডিসি ফারুক, জামাল আহমদ, বিএনপি নেতা কছির আলী, লিলু মিয়া, পশ্চিম শ্বাসরাম গ্রামের মুরব্বি কুটি মিয়া, ছিদ্দেক আলী, সিরাজ মিয়া, নূরুক হক লেচু, জিলা মিয়া, সুরুজ আলী, নোয়াব আলীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Gh2iJp
December 14, 2018 at 11:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন