উত্তরবঙ্গ ব্যুরো, ২২ ডিসেম্বরঃ একরাতে পরপর চারটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটল। শুক্রবার রাতে শিলিগুড়ি ও জলপাইগুড়ির মোট চারটি পেট্রোল পাম্পে লুটপাট চালায় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ফাঁসিদেওয়ায় একটি পেট্রোল পাম্পে হানা দিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। তাতে বাধা দিলে একজনকে মারধর করে শূন্যে গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাতেই ময়নাগুড়ির একটি পেট্রোল পাম্পে লুটপাট চালায় দুষ্কৃতীরা। অপরদিকে, রাজগঞ্জের জিয়াগঞ্জ ও বন্ধুনগর এলাকার পরপর দুটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটে। পেট্রোল পাম্পগুলি থেকে নগদ টাকা সহ অন্যান্য জিনিসপত্র লুটেরও অভিযোগ উঠেছে।
দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাত থেকেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ কুমার তামাখুওয়ালা জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে রাতে পরিসেবা বন্ধ করতে বাধ্য হবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CtqsMN
December 22, 2018 at 01:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন