ইসলামাবাদ, ২২ ডিসেম্বরঃ পাকিস্তানে হেনস্তার শিকার একাধিক ভারতীয় কূটনীতিক। অভিযোগ, ভারতীয় কূটনীতিকদের নতুন গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। কোনও কোনও ক্ষেত্রে ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। চলতি মাসের প্রথম দিকে একজন কূটনীতিকের বাড়িতে অনুপ্রবেশকারীর ঢোকার খবরও পাওয়া গিয়েছে।
সম্প্রতি পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রককে জানানো হয় যে, তাঁদের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকারের বিভিন্ন সাইটও দেখতে দেওয়া হচ্ছে না। ভারত এই বিষয়টি পাকিস্তানের বিদেশ মন্ত্রককে জানিয়েছে।
চলতি বছরের ৩০ মার্চ ভারত ও পাকিস্তান যৌথভাবে কূটনীতিকদের প্রতি তাদের আচরণবিধি সম্পর্কিত বিষয়গুলির সমাধান করার জন্য সম্মত হয়েছিল। তবে তা সত্ত্বেও সমস্যার মুখে পড়তে হচ্ছে পাকিস্তানে থাকা ভারতীয় কূটনীতিকদের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RhRLls
December 22, 2018 at 02:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন