মালদায় দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত যুবক

মালদা, ৮ ডিসেম্বরঃ মালদার ইংরেজবাজার থানার সাদুল্লাপুরে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হলেন এক যুবক। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ওই যুবকের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আহত যুবকের নাম মহম্মদ রাজিকুল শেখ। বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার রাতে বাইক নিয়ে রাজিকুল মোথাবাড়ি থানার ধুলাউড়ি গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। সাদুল্লাপুর এলাকায় মুখ ঢাকা ৬-৭ জনের একটি দুষ্কৃতী দল তাঁর পথ আটকায়। রাজিকুলের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে রাজিকুলের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালায়। ৬ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এমনকি তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পথচারীরা রাজিকুলকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rA1Bkx

December 08, 2018 at 05:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top