কলকাতা, ১৪ জানুয়ারি- এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গেয়ে প্রশংসিত হয়েছেন মাঈনুল আহসান নোবেল। গত শনিবার রাতে ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো সা রে গা মা পাতে নজরুলের আলোচিত কারার ওই লৌহ কপাট গানটি গেয়ে শোনান। এসময় নোবেলের গায়ে ছিল সাদা পাজামা-পাঞ্জাবী ও ঘিয়ে রঙের কোট। মাথায় ছিল সাদা রঙের টুপি। নোবেলের সঙ্গে সঙ্গে ছিলো কোরাসের সহশিল্পীরাও। গান শুনে মঞ্চে উপস্থিত দর্শক উল্লাস ধ্বনিতে ফেটে পড়েন। বিচারকের আসনে বসা শ্রীকান্ত আচার্য, মোনালি ঠাকুর ও শান্তুনু মৈত্রও গানটি উপভোগ করবেন। তারাও নোবেলের গায়কীর প্রশংসা করেন। রাতে গানটি প্রচারের পর মুহূর্তেই সেটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। শুধু জি বাংলার ফেসবুক পেজে গানটি ১৪৭ হাজারেরও বেশি শোনা হয়েছে। এছাড়া অনেকেই গানটি সামাজিক মাধ্যমে শেয়ার দিচ্ছেন ও প্রশংসা করছেন নোবেলের। ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো সা রে গা মা পাতে জেমসের বাবা গানটি গেয়ে পরিচিতি পেয়েছেন বাংলাদেশি গায়ক নোবেল। তিনি গেয়েছেন আইয়ুব বাচ্চুর সেই তুমি কেন এত অচেনা হলে, মাইলসের ফিরিয়ে দাওসহ বাংলা-হিন্দি আরও অনেক গান। রবীন্দ্র সংগীতও গেয়েছেন নোবেল। আর/০৮:১৪/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2CmnVmi
January 14, 2019 at 04:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top