কুয়ালালামপুর, ১২ জানুয়ারি- বান্ধবীর প্রতারণায় ৮ লাখ ২০ হাজার টাকা খোঁয়ালেন এক বাংলাদেশি যুবক। মালয়েশিয়ায় ওই নারীর প্রতারণায় তার স্বামী এবং আরও দুই যুবক জড়িত ছিলেন। মঙ্গলবার জালান পুডুর একটি হোটেলে মালয়েশিয়ান এক তরুণীর সঙ্গে দেখা করতে যান ৩১ বছর বয়সী ওই বাংলাদেশি তরুণ। এই তরুণ গত ১৩ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছে। ডাং ওয়াংগি পুলিশের সহকারী কমিশনার সাহারুদ্দিন আব্দুল্লাহ জানিয়েছেন, ওই তরুণ ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৮ লক্ষ ২০ হাজার টাকা) সঙ্গে নিয়ে ওই হোটেলে গিয়েছেন। তার বান্ধবী ধার হিসেবে ওই টাকাটা চেয়েছিলেন। তবে হোটেল থেকে ওই তরুণকে প্রলুব্ধ করে বাইরে নিয়ে আসেন ওই তরুণী। এরপর স্বামীসহ দুজনকে নিয়ে ওই তরুণের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় সানওয়ে টেকনোলজি পার্ক থেকে ওই নারীর স্বামীকে আটক করে পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটিও আটক করে পুলিশ। এছাড়া ওই তরুণীর অবস্থান সর্ম্পকে জানা যায় এবং ১ হাজার ৪৫০ রিঙ্গিত ও একটি মোবাইল জব্দ করা হয়। তবে অন্য দুই সঙ্গী এখনও পলাতক রয়েছে। এমএ/ ০৫:৩৩/ ১২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Ro8Knk
January 12, 2019 at 11:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন