
কলেজ ছাত্রী শাহানার জানান, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে শাহানারা বেগম ও লন্ডন প্রবাসী তার সৎভাইদের সাথে বিরোধ চলে আসছে। এনিয়ে কোর্টে মামলা মোকদ্দমাও চলছে। মঙ্গলবার দুপুরে শাহানারার সৎ ভাই লন্ডন প্রবাসী মছলন্দর আলী ডাব খাওয়ার জন্য ওই বিরোধকৃত বাড়িতে যান। গাছের ডাব পাড়তে গেলে প্রবাসী সৎভাইকে শাহানারা বেগম বাঁধা দিলে তার পরিবারের উপর হামলা চালানো হয়। এতে মা’সহ তার পক্ষের ৬জন লোক আহত হন। পাশাপাশি তার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে বলে তিনি অভিযৈাগ করেন।
এব্যাপারে জানতে চাইলে লন্ডন প্রবাসী মছলন্দর আলী বলেন, মেহমানদের নিয়ে তার পৈত্রিক গাছের ডাব খাওয়াতে গেলে শাহানারা বেগমের কাছে তিনি চরম অপমানিত হতে হয়েছেন। আর ওই অপমান সহ্য করতে না পারায় তার পক্ষের লোকজনের সাথে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2RZXo4i
February 13, 2019 at 05:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন