গুঁড়িয়ে গিয়েছে ঘাঁটি, স্বীকার মাসুদের ভাইয়ের

ইসলামাবাদ, ৩ মার্চঃ  বালাকোটে জঙ্গি শিবিরের ভারতের এয়ার স্ট্রাইকে ক্ষয়ক্ষতি নিয়ে যখন ক্রমাগত প্রশ্ন তুলছে বিদেশি সংবাদমাধ্যমগুলি, তখন উলটো দাবি শোনা গেল মাসুদ আজহারের ভাই মৌলানা আম্মারের গলায়। আন্তর্জাতিত সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক অডিয়ো বার্তায় আম্মার স্বীকার করেছে, এয়ার স্ট্রাইকের জেরে বালাকোটের জঙ্গিঘাঁটিগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আম্মার জানিয়েছে, ভারতীয় বায়ুসেনা তাদের বালাকোটের ঘাঁটির ‘মার্কাল’-এর ওপর হামলা চালিয়েছে। সেখানে বসে তারা বৈঠক করত। কোনোমতেই ভারতকে রেহাই দেওয়া হবে না বলেও হুমকি দেয় সে। বায়ু সেনার হানায় কতজন মারা গিয়েছে, সেই প্রশ্নের উত্তর না দিলেও আম্মার জানিয়েছে, এখনও পর্যন্ত ৩৫ জনের দেহ উদ্ধার হয়েছে তাদের ডেরার ধ্বংসস্তূপ থেকে। এদের মধ্যে ১৯ জন প্রশিক্ষক রয়েছেন।  জইশ প্রশিক্ষকদের পাশাপাশি আইএসআই কলোনেল সালিম কোয়ারি এবং অস্ত্র বিশেষজ্ঞ মৌলানা ময়েনেরও মৃত্যু হয়েছে এই এয়ার স্ট্রাইকে। হামলার কোনো ছবি কেন পাওয়া যাচ্ছে না, সেই জবাবও দিয়েছে আম্মার। তার দাবি. ভারতীয় বায়ুসেনার হানার পর বালাকোটে যায় পাকিস্তানের সেনা। স্থানীয় বাসিন্দাদের মোবাইল কেড়ে নেয় তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2XAeqd3

March 03, 2019 at 11:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top