বর্ধমান, ২৫ ফেব্রুয়ারিঃ পরীক্ষার সূচি পরিবর্তনের দাবিতে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজে বেশ কিছু পেশাদার কোর্স রয়েছে। এপ্রিল মাসের একেবারে শুরুতেই এই কোর্সগুলির পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আচমকা এই ঘোষণার ফলে বিপদে পড়েছেন পরীক্ষার্থীরা। সেমেস্টার পিছু খরচ এই অল্প সময়ে জোগাড় করাও অসুবিধাজনক বলে জানিয়েছেন তারা। পরীক্ষা পেছানোর দাবিতেই তাদের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। বচসা গড়ায় ধস্তাধস্তিতে। দু’পক্ষের সংঘাতে আহত হন কয়েকজন। একজন ছাত্রীকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তারা। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তফাজ্জল হোসেন বলেন, ‘খুব তাড়াতাড়ি সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2WgYniW
March 25, 2019 at 10:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন