নয়া দিল্লী, ০২ নভেম্বর- বাংলাদেশ দলে ভালোমানের একজন লেগস্পিনারের হাহাকার অনেক দিনের। মাঝে দুই একজন এসেছেন, আবার হারিয়েও গেছেন। এখনও তাই হাহাকারটা রয়েই গেছে। আমিনুল ইসলাম বিপ্লব কি সেই দুঃখ ঘোচাতে পারবেন? তরুণ এই লেগস্পিনারের বাংলাদেশ দলে আবির্ভাব চমক জাগিয়ে। গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতেই নজর কেড়েছেন। ওই এক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাকে পুঁজি করেই ভারত সফরে বিপ্লব। আর তাকেই বোধ হয় তুরুপের তাস ভাবছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রোববার দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে বিপ্লবকে রীতিমত প্রশংসায় ভাসালেন মাহমুদউল্লাহ। অন্য তরুণদের কথা বলতে গিয়ে এই লেগিকেই সামনে টেনে এনেছেন রিয়াদ। দলের বোলিং আক্রমণ সম্পর্কে ভারতীয় গণমাধ্যমকে ধারণা দিতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, আমাদের দলে বিপ্লবের মতো তরুণ লেগস্পিনার এসেছে। আমরা দীর্ঘদিন ধরে লেগস্পিনার খুঁজছিলাম। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, আল আমিন, শফিউল ইসলামরা আছে; যারা অভিজ্ঞ। বোলিং আক্রমণকে অভিজ্ঞই বলা যায়। সুযোগ কাজে লাগিয়ে মাঠে পারফরম্যান্সটা দেখাতে হবে। মাহমুদউল্লাহর কাছে প্রশ্ন ছিল, তরুণদের মধ্যে কাকে নিয়ে আলাদা করে ভাবছেন? টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, বিপ্লবের কথা আলাদা করে বলতে চাই। ভালো প্রতিভা পেয়েছি আমরা। সে তার সামর্থ্য দেখিয়েছে গত টি-টোয়েন্টি সিরিজে, যেখানে আফগানিস্তান আর জিম্বাবুয়ে খেলেছে। তবে ভারতের মাটিতে খেলা আলাদা ব্যাপার। তারা গত ১১-১২টা সিরিজে ঘরের মাঠে প্রায় অপ্রতিরোধ্য। তারপরও দলের তরুণদের ওপর ভরসা রাখছি। তাদের জন্য এই সিরিজটা দারুণ সুযোগ। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৮:১৪/০২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34srLqO
November 02, 2019 at 07:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন