মুম্বাই, ১৭ আগস্ট- সিনেমার নাম XXX। শুনেই হয়তো চমকে গেলেন! তবে কথাটি সত্যি। আর এই সত্যটি বাস্তবে রূপ দিতে চলেছে বালাজি প্রোডাকশন। ইয়ুথ ইরোটিকাকে মাথায় রেখে তৈরি তাদের পরবর্তী ছবির নাম এটাই। রাগিনি এমএমএস(২) হোক বা লাভ সেক্স অউর ধোঁকা ছবিতে বোল্ড বিষয় ও দৃশ্যের আনাগোনা বরাবরই থাকে বালাজি প্রোডাকশনের ছবিতে। মা শোভা কাপুরকে সঙ্গে নিয়ে বলিউডের এই সেরা প্রোডাকশন হাউসটিকে প্রায় একা হাতে গড়ে তুলেছেন পরিচালক-প্রযোজক একতা কাপুর। বরাবরই হটকে কাজ করা তাদের বৈশিষ্ট। টেলিভিশন সিরিয়ালের ক্ষেত্রেও প্রায় বিপ্লবই এনেছিলেন একতা। নানা সম্পর্ককে ভিত্তি করে তৈরি একের পর এক সিরিয়ালে দর্শক টেনে রেখেছিল তার সিরিয়াল। বালাজির অন্যতম কর্ণধার একতার মা অবশ্য এই প্রোজেক্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। ছবিতে ইয়ুথ সেক্সকে কেন্দ্র করে থাকবে ছটি গল্প। ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন কেন ঘোষ। এর আগে ইসক ভিসক, চান্স পে ডান্স-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। তবে এ ধরনের নাম বা বিষয় কি সেন্সরের ছাড়পত্র পাবে? সেন্সর প্রধানের রদবদলের পর বদলেছে বেশ কিছু নিয়মকানুন। তার মধ্যে থেকেই বলিউডি ছবি বেছে নিতে পারবে এমন সাহসী নাম? আপাতত সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউড অন্দরে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BjZhWd
August 18, 2018 at 12:11AM
17 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top