বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে

উত্তরবঙ্গ ব্যুরো, ৯ জুলাইঃ রাতভর বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে শিলিগুড়ি শহর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জলে ভাসছে। শিলিগুড়ি শহরের নিচু এলাকা, আলিপুরদুয়ার শহরের কিছু জায়গা এবং জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলবন্দি। পরিস্থিতি ঘোরাল হয়ে উঠেছে গোটা আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের। এখানে নদীর জল বেড়ে একাধিক সেতু ভেসে যাওয়ায় বহু এলাকা বিচ্ছিন্ন। একইরকম পরিস্থিতি বীরপাড়া-মাদারিহাটের। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে টোটোপাড়া। জলপাইগুড়ির বানারহাটের বহু এলাকা জলমগ্ন। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বিন্নাগুড়িতেও। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৩৫.৬০ মিমি, শিলিগুড়িতে ৯৪.৪০ মিমি, আলিপুরদুয়ারে ১৫৩.৪০ মিমি, হাসিমারায় ১৬০ মিমি, কোচবিহারে ৯৩.৮০ মিমি, জলঢাকায় ১৩০ মিমি, মালে ১০২ মিমি, বানারহাটে ১৮০ মিমি, বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির দোমোহনি থেকে কোচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর উপর গজলডোবার জলাধার থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বেলা দশটার পর থেকে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় আকাশ করে ভারী বৃষ্টি নামায় পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠছে। নকশালবাড়ি কাঠিয়াজোতে সাতভাইয়া এলাকা ভাসছে। খেমটি নদীর জলে বেশ কিছু এলাকা জলমগ্ন। বাগডোগরার, খড়িবাড়ির অবস্থাও কারাপ।

জলপাইগুড়ির পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। সেখানে করলার জল বাড়তে থাকায় জল ঢুকতে শুরু করেছে ২৫ নম্ব ওয়ার্ডের পরেশ মিত্র কলোনিতে। ইতিমধ্যেই জলবন্দি ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের মহামায়াপাড়া ও কংগ্রেসপাড়া। জলপাইগুড়ি শহরের স্টেশন রোড জলমগ্ন। কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছে।

ছবিঃ জলবন্দি বানারহাট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uXHpst

July 09, 2017 at 12:17PM
09 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top