ঢাকা, ০৯ জুলাই- অনেক আগে থেকেই মিডিয়াতে গুঞ্জন চলছিল যে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও মডেল অভিনেত্রী তানজিন তিশার মধ্যে বেশ গভীর সম্পর্ক চলছে। সেই গুঞ্জনের আগুনে এবার ঘি ঢেলে দিলেন হাবিবের সাবেক স্ত্রী রেহান। প্রথমে তিনি ফেসবুকে একটি স্ট্যাটস দিয়ে তানজিন তিশা ও পিয়া বিপাশার নাম উল্লেখ্য করে লিখেন, পিয়া বিপাশা আমাকে হার্ট করেছিলে। দেখো, বছর হয়নি দুইবার তোমার নাম আসলো তোমার নষ্ট কুকর্ম নিয়ে। এখন তানজিন তিশা তোমার পালা। আসবে ভেরি সুন। এ বিষয়ে দেশের একটি প্রথম শ্রেণীর গণমাধ্যম থেকে রেহানার সঙ্গে যোগাযোগ করা তিনি বলেন, বলতে পারেন বুকের ভেতর জমে থাকা ক্ষোভ থেকে এ স্ট্যাটাস লিখেছি। আমার আর হাবিবের সংসার ভাঙার পেছনে টনিক হিসেবে কাজ করেছে পিয়া বিপাশা ও তানজিন তিশা। পিয়া বিপাশা তার কুকুর্মের ফল পাওয়া শুরু করেছে। এবার তিশার পালা। তিনি আরও বলেন, ডিভোর্সের আগে থেকে হাবিবের সঙ্গে তিশার যোগাযোগ, বলতে লজ্জা নেই লিভ টুগেদার করতো। সেই অবস্থা এখনো বিরাজমান। কেউ কেউ তো এটাও বলছে তারা নাকি বিয়েও করে ফেলেছে। ডির্ভোসের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জ্বী আপনার কথা ঠিক আছে। কিন্তু ওই যে বললাম ডিভোর্সের আগে থেকেই তাদের মধ্যে পরকীয়া ছিল। এক কথায় বলতে গেলে আমাদের বিচ্ছেদের যতগুলো কারণ ছিল তার মূলে ছিল তিশা। সে আমাকে হুমকি-ধামকি দিয়ে ভাইভার-মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে এবং এখনো পাঠাচ্ছে। ডিভোর্সের পরও হাবিবকে এ বিষয়টি বলেছি। সে বলেছে, তিশাকে এ বিষয়ে কঠোরভাবে বলে দেয়া হয়েছে। এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল কল ধরেননি। অন্যদিকে, নায়ক শাকিব খান ও চিত্র নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটানাটিতে অপু বিশ্বাসের পক্ষ নিয়ে রেহান স্ট্যাটাস দেন ফেসবুকে। তিনি লিখেন, অপু বিশ্বাসের পদক্ষেপে সমর্থন করি। আরি এ বিষয়ে তিনি গণমাধ্যমে আরও বলেন, অপুর অভিযোগ অনুযায়ী নায়িকা বুবলীর মতো আরো অনেক নীচ মহিলা দেশের অনেকের সংসার ভাঙ্গতে কাজ করে যাচ্ছে। আমার সংসারটাও ভেঙ্গেছে এমনি একজন। তার নাম তানজিন তিশা। এই মেয়েটি হাবিবের গানের মডেল ছিলো। তার পক্ষ নিয়ে হাবিব আমার সাথে অনেক ঝগড়া করেছে। তবে আমি অপুর মতো সাহসী ভূমিকা নিতে পারিনি সন্তান ও হাবিবকে ভালোবেসে। আমি অনেক নরম মনের মানুষ। কিন্তু আম স্যালুট জানাই নায়িকা অপু বিশ্বাসকে। তিনি যা পেরেছেন, আমি তা পারিনি। তাই বলে আফসোস নেই। আমি এখনো হাবিবকে ভালোবাসি। আমার বিশ্বাস, একদিন তার ভুল ভাঙবে। এবিষয়ে হাবিব ওয়াহিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ তিনি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন একটি কনর্সাটে গান গাওয়ার জন্য।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uECvkv
July 09, 2017 at 05:49PM
09 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top