মুম্বাই, ০৪ অাগস্ট- উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দীলিপ কুমারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার দুটি কিডনি অকার্যকর। শরীরের অবস্থা এতটাই দুর্বল যে ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না। তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎ​সকদের মতে, তার রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ অনেক বেড়ে গেছে। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। হাসপাতালে আছেন তার স্ত্রী বরেণ্য অভিনেত্রী সায়রা বানু। কিডনির জটিলতা এবং পানি শুন্যতার কারণে গত ২ আগস্ট বুধবার দুপুর ১২টায় দিলীপ কুমারের শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ে লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। সঙ্গে যোগ হয়েছে পানি শুন্যতা। তাই শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে এবং তিনি ঝুঁকিমুক্ত। তবে তাকে আরও দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। ৯৪ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার অনেকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন। গত এপ্রিল মাসেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রচণ্ড জ্বর, বমি এবং ডান পা ফুলে যাওয়ার কারণে তখন হাসপাতালে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে। দিলীপ কুমারের আসল নাম মোহাম্মাদ ইউসুফ খান। তিনি চলচ্চিত্রে ছয় দশকের বেশি সময় ধরে বিচরণ করেছেন এবং অভিনয় করেছেন ৬০টি ছায়াছবিতে। ভারত সরকার ১৯৯১ সালে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তার অবদান সমূহের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। হিন্দুস্তান টাইমস।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vmG2HF
August 04, 2017 at 07:46AM
04 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top