ঢাকা, ০৪ অাগস্ট- আরফিন রুমির মূল পরিচয় তিনি কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। মাঝে মাঝে গানের মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন। এবার জনপ্রিয় এ সংগীত তারকা ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন। প্রথমবারের মতো তাঁকে দেখা যাবে রূপালি পর্দায়। মজার ব্যাপার হচ্ছে নিজের গাওয়া গানের সঙ্গে অভিনয় করবেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত ছবির একটি গানে পারফর্ম করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরফিন রুমি। পাপী তাপী মন/কান্দে সারাক্ষণ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও তিনিই করেছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার ছবিতে গল্পের প্রয়োজনে একটি কনসার্টের দৃশ্য করতে হচ্ছে। যেখানে পহেলা বৈশাখের কনসার্টে একজন গায়ককে গান গাইতে দেখা যাবে। খুবই গুরুত্বপূর্ণ এ দৃশ্যের জন্য সত্যিকারের শিল্পী দিয়েই কাজটি করাব পরিকল্পনা করেছি। আমার মনে হয়েছে গানের মেজাজের সঙ্গে রুমিই পারফেক্ট। রুমিকেও ধন্যবাদ যে তিনি কাজটি করতে সম্মত হয়েছেন। পরিচালক জানান, রমজান মাসে এ দৃশ্যের কাজ শুরু হলেও বৈরি আবহাওয়ার কারণে তা শেষ করতে পারেননি। শিগগিরই দৃশ্য ধারণের কাজ শেষ করবেন তিনি। জান্নাত ছবির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহি ও সাইমন সাদিককে। এছাড়া আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খানসহ আরও অনেককে দেখা যাবে। ছবির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। ছবিটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wq2HQa
August 04, 2017 at 07:45AM
04 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top