সারা রাস্তা ওর একটা হাত আমার স্কার্টের ভিতরে ছিল-মল্লিকা

সুরমা টাইমস ডেস্ক:: হলিউড অভিনেত্রী এলিসা মিলানোর #MeToo অভিযানে সাড়া দিয়ে নানা দেশের মহিলারা নিজেদের সঙ্গে হওয়া যৌন উৎপীড়ন না নির্যাতনের কথা প্রকাশে আনছেন। আর এবার এই অভিযানের অংশ হিসেবেই নিজের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী-কমেডিয়ান মল্লিকা দুয়া, যিনি একটি বিজ্ঞাপনে টিন্ডার আন্টির ভূমিকাতেই আবারও এসেছেন লাইমলাইটে।

উল্লেখ্য, এলিসার #MeToo ট্যুইটে এখনও পর্যন্ত ২৭,০০০-এরও বেশি ট্যুইটে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা-অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন৷ কমেডিয়ান মল্লিকা দুয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান, তাঁর যখন ৭বছর বয়স ছিল তখন তিনিও যৌন অত্যাচারের শিকার হয়েছেন।

তিনি লেখেন- আমিও…আমি নিজের গাড়িতে বসেছিলাম৷ আমার মা গাড়ি চালাচ্ছিলেন, আকর আমার সঙ্গে পিছনের সিটে সে বসেছিল৷ আর সারা রাস্তা তার হাত আমার স্কার্টে ছিল। আমি মাত্র ৭বছরের ছিলাম এবং আমার দিনিন ১১বছরের। সেই ব্যক্তির একটা হাত আমার স্কার্টের ভিতরে আর একটা হাত দিদির পিঠে ছিল। আমার বাবা সে সময় অন্য গাড়িতে ছিলেন, কিন্তু বাবা তাকে হাতেনাতে ধরে বেধড়ক পিটিয়েছিল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gm49k3

October 17, 2017 at 01:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top