সিলেট জেলা আ’লীগের কর্মীসভা সফলের লক্ষে বিশ্বনাথে আ’লীগের প্রস্তুতি সভা

22310265মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেট জেলা আওয়ামী লীগের কর্মীসভা সফল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে রয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগের আমলেই দেশের বঞ্চিত-অবহেলিত মানুষেরা নিজেদের প্রাপ্য অধিকার পান। তাই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলকে সু-সংগঠিত রাখতে হবে। আর এজন্য সর্বস্থরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে যেতে হবে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওয়াদুল কাদের এমপি ‘সদস্য সংগ্রহ ও নবায়নের’ উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক নিখিল পাল, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ফজলু মিয়া, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শানুর আহমদ জয়দু, ময়না মিয়া, আবদুল মতিন, শাহিদুল ইসলাম, মোসাদ্দিক হোসেন সাজুল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সাধন দাশ, বর্তমান কার্যকরী সভাপতি ফজর আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আরান দেব, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি মতছির আলী, কোষাধ্যক্ষ নবীন সোহেল, কমিশনার এমদাদ হোসেন নাঈম, জয়নাল আবেদীন, যুবলীগ নেতা শামীম আহমদ, জুনাব আলী, দবির মিয়া, লিটন মিয়া, আবুল হোসেন, সায়েদ আহমদ, ফজলুর রহমান শিপন, আলমাছ আলী, বদরুল আলম, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, কামরান আহমদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, শামীম আহমদ, পরিমল বৈদ্য, আমিনুল ইসলাম, কবির আহমদ, শিপন আহমদ, শিপলু মিয়া প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ynYa56

October 17, 2017 at 01:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top