যুবভারতীকে সেরা বাছল ফিফা

কলকাতা, ১০ অক্টোবরঃ দুই বছর ধরে স্টেডিয়ামের আমূল সংস্কারের পর যুবভারতী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত করেছে রাজ্য সরকার। যার ফলস্বরূপ যুব বিশ্বকাপের ছটি ভেনুর মধ্যে ফুটবল মক্কা কলকাতার যুবভারতীকেই সেরা বাছল ফিফা। যুব বিশ্বকাপের ছয় ভেনুতে এখনও পর্যন্ত দুটো করে ম্যাচ হয়েছে। সবাইকে ছাপিয়ে বিশ্বকাপের ম্যাচ আয়োজক হিসেবে সেরা ভেনুর সার্টিফিকেট পেল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। খরচ হয়েছে প্রায় ১২১ কোটি টাকা। ৮ অক্টোবর সুষ্ঠুভাবে যুব বিশ্বকাপের জোড়া ম্যাচ আয়োজন করে ফিফার দরাজ সার্টিফিকেট পেল এই স্টেডিয়াম। সংস্কারের পর দর্শকসংখ্যা কমে ৬৬ হাজারে দাঁড়ালেও প্রথম দিনেই প্রায় পঞ্চাশ হাজার দর্শকের উপস্থিতিতে লেটার মার্কস নিয়ে পাশ করেছে এশিয়ার এই বৃহত্তম স্টেডিয়াম। এই স্টেডিয়ামই বছরের পর বছর দেখেছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের লড়াই। এবার সেই স্টেডিয়ামেরই গৌরব বাড়াল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। বিশ্বকাপ ফাইনালও হবে যুবভারতীতে। তার আগেই যুবভারতী পেয়ে গেল ফিফার এই স্বীকৃতি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2g8c5Fq

October 10, 2017 at 04:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top