নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কইখড়ি গ্রামের শিশু তাহসিনকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে জন্মদাতা পিতাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী। দন্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কইখড়ি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ শাকিল প্রকাশ্যে বোল্লা (৩০)।
কুমিল্লা জেলা পিপি কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্র সূত্রে ও মামলার বিবরণে জানা যায়- ২০১৪ সনের ১৯ মে জেলার বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামের রশিদ পুলিশের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে একটি ঘর ভাড়া নিয়ে দেয়। পরদিন বিকেল পৌনে ৫টার সময় তাহসিনের নাক দিয়ে রক্ত বের হতে দেখিয়া ক্যান্টমেন্ট শাহনাজ মেডিকেল হলে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়নামতি ক্লিনিকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করিলে পাষন্ড পিতা তাহসিনকে রেখে দ্রুত সুকৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে মৃত তাহসিনের গর্ভধারীনি মাতা কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২য় মুরাদপুর এলাকার মোঃ মামুনের কন্যা মোসাঃ সোনিয়া আক্তার লিপি বাদী হয়ে একই সনের ২০ মে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অতঃপর মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই দেবাশীষ সরকার ও মোঃ ইমাম হোসেন মামলার তদন্তপূর্বক আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মোঃ শাকিল @ বোল্লা’র বিরুদ্ধে দ-বিধির ৩০২ ধারার বিধান মতে একই সনের ৭ অক্টোবর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যার চার্জশীট নং-৩২৫)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে রাষ্ট্রপক্ষে ০৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে যু্িক্ততর্ক শুনানী অন্তে রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় দ-বিধির ৩০২ ধারার বিধান মতে পাষন্ড পিতা মোঃ শাকিলকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদ- প্রদান করেন বিজ্ঞ আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- অতিরিক্ত পি.পি মোঃ রাজ্জাকুল ইসলাম খসরু এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ আতিকুল ইসলাম।
The post কুমিল্লায় নিজ সন্তানকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2g8Rhhd
October 10, 2017 at 04:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন