ব্লাড সুগার নিয়ন্ত্রণে আয়ুর্বেদিক ট্যাবলেট আনছে বন দপ্তর

আলিপুরদুয়ার, ২২ মার্চঃ ব্লাড সুগার বা মধুমেহ আজ খুব সাধারণ ব্যপার। সকলের ঘরেই অন্তত একজন এই রোগে আক্রান্ত। এই রোগ নিরাময়ে এবার বিশেষ আয়ুর্বেদিক ট্যাবলেট বাজারে আনছে বন দপ্তর। ইতিমধ্যেই জামবীজের চূর্ণ থেকে এই ট্যাবলেট তৈরি করে ফেলেছেন বন দপ্তরের বিশেষজ্ঞরা। বিশেষ এই ট্যাবলেট বাজারে ছাড়ার আগে ড্রাগ কন্ট্রোল দপ্তরের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করেছে দপ্তর। ছাড়পত্র পাওয়ার পর খুব সামান্য দামেই এই ট্যাবলেট বাজারে ছাড়া হবে। প্রথমে দপ্তরের বনজের কাউন্টার থেকেই এই ট্যাবলেট পাওয়া যাবে। পরে প্রতিটি ওষুধের দোকান, সরকারি হাসপাতাল এমনকি ন্যায্যমূল্যের ওষুধের দোকানেও মিলবে বন দপ্তরের ব্লাড সুগের কমানোর এই ট্যাবলেট।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FT19XS

March 22, 2018 at 05:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top