সরকারি ফল কাঁঠাল

তিরুবনন্তপুরম, ২২ মার্চঃ সরকারি পশু, পাখি, ফুল ও মাছের পর এবার রাজ্যের সরকারি ফল হিসেবে ঘোষণা করা হল কাঁঠালের নাম। কেরলের কৃষিমন্ত্রী ভিএস সুনীল কুমার বিধানসভায় একথা ঘোষণা করেন।

তিনি বলেন, প্রতি বছর কেরলে প্রায় ৩২ কোটি কাঁঠাল উৎপাদিত হয়। এর মধ্যে ৩০ শতাংশই নষ্ট হয়। আশা করা হচ্ছে কাঁঠাল বিক্রি করে প্রায় ১৫০০০ কোটি টাকা লাভ করা যেতে পারে। সুনীল কুমার জানান, কেরলের কাঁঠাল খুব সুস্বাদু এবং কেমিক্যাল ফ্রি। কোনোরকম কীটনাশক ব্যবহার করা হয় না এতে। গোটা দেশে ও বিদেশের বাজারে কাঁঠালের গুণ সম্পর্কে সকলকে অবগত করাই হল মূল লক্ষ্য।

এর আগে, হাতিকে সরকারি পশু, ধনেশকে সরকারি পাখি, কনিকোন্নাকে সরকারি ফুল এবং কারিমীনকে সরকারি মাছ হিসেবে ঘোষণা করেছে কেরল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HVJED7

March 22, 2018 at 05:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top