অবসান জল্পনা উস্কে, দলকে অভিনন্দন বার্তা গেইলের

হারারে, ২২ মার্চঃ  অবশেষে ২০১৯ বিশ্বকাপের টিকিট পাকা করলেন গেইলরা। বুধবার বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বে স্কটল্যান্ডকে ৫ রানে হারিয়ে (ডিএলএস নিয়ম অনুযায়ী) ইংল্যান্ডে যাওয়ার পথ পাকা করলেন ক্যারিবিয়ানরা। ক্রিকেট বিশ্বকাপের প্রথম দু’বারের  চ্যাম্পিয়নদের কাছে বুধবার ছিল সম্মান বাঁচানোর লড়াই।

যোগ্যতা অর্জনের পর বৃহস্পতিবারই  দলকে অভিনন্দন বার্তা দিয়ে গেইল জানিয়েছেন, ‘মিশন সম্পন্ন হয়েছে। সুদীর্ঘ পথ পেরিয়েই যোগ্যতা অর্জন পর্বের যাত্রা এবং প্রক্রিয়াটা শেষ করেছি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হলেও যেকোনও জয়, সবসময়ই জয়ই। বিশ্বকাপে সামিল হতে পেরে আমি খুশি। আমরা একেবারে তরুণ দল নিয়ে বিশ্বকাপে নামব।’ তবে গেইল তাঁর নিজের বার্তাতে ক্রিকেট থেকে অবসরের জল্পনাও উস্কে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘হয়তো এটাই আমার শেষ বিশ্বকাপ।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FXc6rt

March 22, 2018 at 06:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top