তথ্য ফাঁস কান্ডে মুখ খুললেন রাহুল

নয়াদিল্লি, ২২ মার্চঃ মসুলে ৩৯ ভারতীয়ের মৃত্যুর ঘটনা থেকে নজর ঘোরাতেই কংগ্রেসের ওপর তথ্য ফাঁসের অভিযোগ আনছে কেন্দ্র। দাবি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির। বিজেপির সরাসরি আক্রমণে তাঁর জবাব, ইরাকে আইএসআইএস-এর হাতে ৩৯ জন ভারতীয়ের খুন বিতর্ক থেকে দেশবাসীর নজর ঘোরাতেই তথ্য ফাঁস নিয়ে হইচই করছে বিজেপি।

রাহুলের টুইট, ‘সমস্যা: ৩৯ ভারতীয়র মৃত্যু, সরকার কোণঠাসা, মিথ্যে ধরা পড়ে গিয়েছে।
সমাধান: কংগ্রেস ও তথ্য চুরির গল্প ফাঁদো।
ফলাফল: সংবাদমাধ্যমে মাতামাতি; নিহত ৩৯ ভারতীয়র খবর উধাও।

সমস্যার সমাধান’।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের অভিযোগ, লন্ডনের যে সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার তথ্য চুরি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জেতানোর অভিযোগ উঠেছে, ২০১৯-এর লোকসভা ভোটে জেতার জন্য সেই সংস্থারই সাহায্য নিচ্ছে কংগ্রেস।

বিজেপি এবং কংগ্রেস উভয় দলই একে অপরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করতে কেমব্রিজ অ্যানালিটিকার পরিসেবা ব্যবহারের অভিযোগ এনেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Gdxk3L

March 22, 2018 at 06:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top