মুম্বই, ২২ মার্চঃ তবে কি আমির খানের ড্রিম প্রজেক্ট ‘মহাভারত’ প্রযোজনা করতে চলেছেন মুকেশ আম্বানি? প্রায় ১০০০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটিতে কে টাকা ঢালবে তা নিয়েই এতদিন চর্চা ছিল বলিউডে। সূত্রের খবর, মুকেশ আম্বানি এই ছবিটি প্রযোজনা করতে চলেছেন। মুকেশ, মিডিয়া কোম্পানী ভায়াকম 18-এর শেয়ারহোল্ডার। এ ছাড়াও তিনি ইরোস এন্টারটেনমেন্ট এবং একতা কাপুরের প্রোডাকশন হাউজে বিনিয়োগ করেছেন।তবে আনুষ্ঠানিকভাবে আমির বা আম্বানির তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। ছবিটি নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকে আমিরের এই সিনেমাটিকে ‘লর্ড অফ রিংস’ বা ‘গেম অফ থ্রোনস’-এর মতো প্রবাদপ্রতিম হয়ে উঠতে পারে বলে মনে করছেন। এই মুহূর্তে ‘ঠগস অব হিন্দোস্থান’-এর শ্যুটিং করছেন আমির। সেটা শেষ হলেই মহাভারত নিয়ে কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HTVUnq
March 22, 2018 at 06:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন