মোদিকে চ্যালেঞ্জ ফরাসি হ্যাকার ইলিয়ট অ্যাল্ডারসনের

নয়াদিল্লি, ২৯ জুলাইঃ ট্রাই(TRAI) এর চেয়ারম্যান রামসেবক শর্মার আধার নম্বর পেয়ে তাঁর ব্যক্তিগত তথ্য ফাঁস করার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফ্রান্সের হ্যাকার ইলিয়ট অ্যাল্ডারসন। নিজেকে ফ্রান্সের নিরাপত্তা বিষয়ক গবেষক হিসেবে দাবি করা এই ব্যক্তি টুইট করে মোদিকে আধার নম্বর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল ট্রাই-এর চেয়ারম্যান টুইটারে নিজের আধার নম্বর দিয়ে হ্যাকারদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তাঁর ফোন নম্বর, জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্য প্রকাশ করে দেন অ্যাল্ডারসন। তিনি রামসেবককে জিমেলের পাসওয়ার্ড বদল করারও পরামর্শ দেন। বিড়ম্বনায় পড়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলেরও শিকার হতে হয় তাঁকে। তবে এখনও পর্যন্ত মোদি অ্যাল্ডারসনের টুইটের কোনো জবাব দেননি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AkmdEx

July 29, 2018 at 06:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top