বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসের ৭টি পদ শুন্য : সুবিধা ভোগ করছেন কিছু শিক্ষক

index-8

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি  :: দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভোগছে বিশ্বনাথের শিক্ষা অফিস। ফলে গুরুত্বপূর্ণ অনেক কাজ করতে হিমশিম খাচ্ছেন শিক্ষা অফিসার। দীর্ঘদিন ধরে সহাকারী শিক্ষা অফিসারের ৫টি পদ শুন্য থাকায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন কিংবা খোঁজ-খবর রাখা অসম্ভব হয়ে পড়েছে। সেই সুবাধে কিছু বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা অনিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন এমন অভিযোগ পাওয়া গেছে। ওই সব শিক্ষক/শিক্ষিকা নাম মাত্র বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় সাক্ষর করে চলে আসেন। এক্ষেত্রে কিছু কিছু বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় হচ্ছে বছরের পর বছর। বিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র/ছাত্রীর উপস্থিতির কথা থাকলেও উপস্থিতি খুব কম লক্ষ করা যাচ্ছে। দিন দিন বিদ্যালয়গুলোর শিক্ষার মান কমে আসছে। শিক্ষা অফিসের জনবল সংকটের কারণে এমনটাই হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। তারপরও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সদ্য যোগদানকারী শিক্ষা অফিসার মুহিউদ্দিন আহমদ।

শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, ৭ জন উপজেলা সহকারী শিক্ষা অফিসারের মধ্যে ৫টি পদ শুন্য রয়েছে দীর্ঘদিন ধরে। মাত্র দু’জন সহকারী শিক্ষা অফিসার দিয়ে চলছে উপজেলা শিক্ষা অফিসের কার্যক্রম। এছাড়া দীর্ঘদিন ধরে হিসাব সহকারী ও অফিস সহকারী পদটি রয়েছে শুন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষানুরাগী বলেন, শিক্ষা অফিসের বিভিন্ন পদ শুন্য থাকায় নিয়মিতভাবে বিদ্যালয়গুলো পরিদর্শন করতে পারছেননা তারা। সেই সুযোগে কিছু সুবিধাভোগী শিক্ষকেরাও নিয়মিত কর্মস্থলে যাচ্ছেন না। মনগড়াভাবে চলছে তাদের শিক্ষকতা। নাম মাত্র কিছু শিক্ষক বিদ্যালয়ে যাচ্ছেন আর আসছেন। এই অবস্থা রিবাজ করায়ও কিছু সরকারী প্রাথমিক বিদ্যালয় আজ ধংসের দারপ্রান্তে।

বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার মো. মুহিউদ্দিন আহমদ বলেন, ৭টি উপজেলা সহকারী শিক্ষা অফিসারের মধ্যে মাত্র ২ জন আছেন। এছাড়া দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে হিসাব সহকারী ও অফিস সহকারী পদটি। ফলে দিন রাত কাজ করেও হিমশিম খেতে হচ্ছে। তিনি জরুরী ভিত্তিতে শুন্য পদগুলো পুরণ করার জন্য উদ্ধতর্ন কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানিয়েছেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2fBr8Bj

November 27, 2016 at 10:10PM
27 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top