ঢাকা, ২৯ নভেম্বর- বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অখেলোয়াড়সুলভ আচরণের সাজা পেলেন সাব্বির রহমান রুম্মান ও মোহাম্মদ শাহজাদ। জরিমানাসহ এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রংপুর রাইডার্সের শাহজাদ। আর রাজশাহী কিংসের সাব্বিরের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে রাখা হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় রংপুরের অধিনায়ক লিয়াম ডওসনকেও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও রাজশাহীর মধ্যকার ম্যাচ শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে এই খবর নিশ্চিত হয়েছে। ম্যাচের শুরু থেকেই সাব্বির-শাহজাদের মধ্যে কথা চালাচালি হয়ে আসছিল। ক্রিকেট মাঠে সেটা নতুন কোনো ঘটনা নয়। রংপুর রাইডার্সের আফগান উইকেটরক্ষককে জবাব দিতে তার দিকে তেড়েও গিয়েছিলেন রাজশাহী কিংসের ডানহাতি ব্যাটসম্যান সাব্বির। সে দফায় তাদের মিটমাট করেন রংপুর রাইডার্সের সোহাগ গাজী, দুই আম্পায়ার ও অন্যান্য ক্রিকেটাররা। আর ম্যাচের দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ সামির বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে সাজঘরে ফেরার সময় সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাতই করে বসলেন শাহজাদ। ব্যাটের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন সাব্বির। ম্যাচ শেষে বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। এই ক্যারিবিয়ান বলেন, অবশ্যই ওখানে কিছু হয়েছে। আমি তখন ওদের দিকে এগিয়ে গিয়েছিলাম কারণ শাহজাদ আমার বন্ধু। আমরা পিএসএলে এক সঙ্গে খেলেছি। ঘটনাটা জানার জন্য এগিয়ে গিয়েছিলাম। তবে অবশ্যই আমি জানার চেষ্টা করব কি হয়েছিল। আমার সতীর্থকে কেউ আঘাত করলে অবশ্যই আমি চুপ থাকব না। এদিকে ব্যাটিংয়ের সময় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন লিয়ম ডওসন। ব্যাটে লাগার পরও এলবিডব্লিউ দেন আম্পায়ার। সিদ্ধান্তটি ভালো ভাবে নেননি ইংলিশ অলরাউন্ডার। উইকেটে দাঁড়িয়ে ছিলেন বেশ কিছুক্ষণ। তার সাজাও তাকে গুনতে হল ম্যাচ শেষে। এফ/০৯:২৯/২৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gDGJT1
November 29, 2016 at 03:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top