চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মাছ চাষীদের নিয়ে শনিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের নয়াগোলা পার্শ্ববর্তী ‘ভাই ভাই ফিস কালচার’ মৎস্য খামারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শীতকালীন মাছের পরিচর্যা, কার্পসুলভ প্রিমিকস ফিড বিষয়ে আলোচনা ও করনীয় বিষয়ে আলোকপাত করা হয়। মাছ চাষের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ফিসারিজ কোয়ালিটি ফিডস লিমিটেড নওগাঁ’র মার্কেট এক্সটেনশনার অফিসার বাকি বিল্লাহ খান, রাজশাহী কোয়ালিটি ফিডস লিমিটেডের রিজিওনাল ইনচার্জ আশেরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট মাছ চাষী ও জীবন্ত মাছ সরবরাহকারী এবং বিক্রয় অবদানের জন্য জেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এবং বাবু পোল্ট্রী ফিডের মালিক রাকিবুল ইসলাম বাবু। কর্মশালায় তেলাপিয়া, পাবদা, শিং, গেলসা, পাঙ্গাস, কার্পসহ সকল মাছের চাষ ও করনীয় বিষয়ে আলোচনা এবং মাছের বিভিন্ন রোগ-বালায় প্রতিরোধ ও পুকুর পরিচর্যা বিষয়ে পরামর্শ দেয়া হয়। কর্মশালায় জেলার বিভিন্নস্থানের ৩০জন মাছ চাষী অংশ নেয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১১-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১১-১৬
from Chapainawabganjnews http://ift.tt/2fyUKPJ
November 26, 2016 at 09:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.