স্পোর্টস ডেস্ক :: সিরিজের প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও শেষ টেস্টে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চাইবে কিউইরা। দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও ব্যাটসম্যান ডিন ব্রাউনলাইন। কব্জিতে সমস্যা থাকায় সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি স্যান্টনার। তার এক্স-রে রিপোর্ট ভালো হওয়ায় শুক্রবার শুরু হতে চলা হ্যামিল্টন টেস্টে ফিরেছেন কিউই এই অলরাউন্ডার। এদিকে, ব্যাটসম্যান ডিন ব্রাউনলাইন সবশেষ টেস্ট খেলেছেন ২০১৩ সালে। তিনি দলে ফিরেছেন অভিজ্ঞ রস টেলরের অনুপস্থিতিতে। আপাতত চোখের সমস্যায় ভুগছেন টেলর। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাসলে, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্রান্ডহোম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, জিৎ রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়েগনার।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fhlpjO
November 21, 2016 at 08:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.