মুম্বাই, ২৭ নভেম্বর- সম্প্রতি একটি পোশাক নির্মাণকারী প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনের বিরূদ্ধে লিঙ্গবৈষম্যর অভিযোগ তুলেছে দর্শক। এতে রানভির সিংকে লিঙ্গবৈষম্যকারী হিসেবে দেখা গেছে বলেও মন্তব্য করেছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এই ভারতীয় অভিনেতা; বললেন, বিজ্ঞাপনটিতে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পোশাক নির্মাণকারি প্রতিষ্ঠান জ্যাক এন্ড জোন্স-এর নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন রানভির সিং। এতে দেখা যায় মিনি স্কার্ট পরা এক নারী মডেলকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন তিনি আর নিচে লেখা রয়েছে, টেক ইয়োর ওয়ার্ক হোম। বিজ্ঞাপনটিকে মোটেও ভালোভাবে দেখেনি ভারতীয় দর্শক। সম্প্রতি সাধারণ জনগণের তোপরে মুখে ত্রিশটি শহর থেকে এ বিজ্ঞাপন সম্বলিত বিলবোর্ড খুলে ফেলতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। ফলে স্বভাবতই বেশ চাপের মুখে পড়তে হয়েছে রানভিরকেও। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিজ্ঞাপনের বিষয়টি যে লিঙ্গবৈষ্যমের, তা বুঝতে পারেননি বলে জানিয়েছেন রানভির। সম্প্রতি একটি প্রেসবিজ্ঞপ্তিতে এ বিষয়ে রানভির বলেছেন, আমি আমি আসলে বুঝতে পারিনি যে বিষয়টাকে এমন সেক্সিস্টভাবে উপস্থাপন করা হবে। একটি প্রতিষ্ঠানের সৃজনশীর বিভাগের তাদের মতো করে চিন্তার স্বাধীনতা রয়েছে। তবে আমার মনে হয়েছে এ বিজ্ঞাপনের জন্য আমি মানানসই নই। এখানে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রানভির আরও বলেন, নারীদের আমি শ্রদ্ধা করি। ব্যক্তিগত ও পেশাগত- দুজায়গাতেই তাদের সম্মানের চোখে দেখি। নারীদের ছোট করা হয় এমন কোনো কিছুর সঙ্গে ভবিষ্যতে আর কখনো নিজেকে জড়াবো না। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিজ্ঞপনটি নিয়ে চলছে প্রতিবাদের ঝড়। সাধারণ জনগণের পাশাপাশি তারকাও নিন্দা করেছেন জ্যাক এন্ড জোন্স-এর এই বিজ্ঞাপনটি নিয়ে। অনেক তারকাই বলছেন আলোচনায় আসতেই এমনটা করেছে এ প্রতিষ্ঠানটি। পরে অবশ্য ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা। আর/১০:১৪/২৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fQjELH
November 27, 2016 at 06:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top