ঢাকা, ২৩ নভেম্বর- এবারের বিপিএলে মাশরাফির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলে ফেলেছে সাত ম্যাচ। এর মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। সর্বশেষ সোমবার রাতে ভালো খেলেও তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংসের কাছে হেরে গেছে কুমিল্লা। এ অবস্থায় ঘুরে দাঁড়িয়ে শিরোপার স্বপ্ন দেখাটা আর সম্ভব নয়। আর এই বাস্তবতা মানেন ফ্রাঞ্চাইজির কর্ণধার নাফিসা কামাল নিজেও। এজন্যই হয়তো দলের বর্তমান অবস্থা, অধিনায়কের সঙ্গে ফ্রাঞ্চাইজির বিরোধ নিয়ে সোমবার নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। ফেসবুকে নাফিসা কামাল লেখেন, আপনি যখন সবার ওপরে থাকবেন, সবকিছু খুব সহজ মনে হবে। ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষিদের তখন চারপাশে পাবেন। কিন্তু যখন হারতে শুরু করবেন, তখনই বুঝতে পারবেন, বাস্তবতা কাকে বলে। তিনি বলেন, আজ আমি অন্তত এটা বলতে পারি, এই একটানা পরাজয়ের পরও যে কোনো সময়ের চেয়ে আমার এখন বন্ধু, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষি বেশি। এতো ভালোবাসা আর সম্মান আমাকে মুগ্ধ করে এবং বিস্মিত করে। নাফিসা কামাল বলেন, আলহামদুলিল্লাহ, অবশেষে শনিবার আমরা একটা জয় পেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমরা বুঝি বিশ্বকাপ জিতে ফেলেছি। গত দুদিন আমি প্রতিটা মুহূর্তে বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা পেয়েছি। টং দোকানের চাওয়ালা থেকে শুরু করে মন্ত্রী মহোদয়, আমাকে সবাই অভিনন্দন জানিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এই ভালোবাসা দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান নাফিসা কামাল। বলেন, এই ভালোবাসাই আমাদের কষ্টকে সার্থক করে। অধিনায়কের সঙ্গে বিরোধ নিয়ে তিনি বলেন, এই সুযোগে একটু বলি, কিছু লোক আমার এবং আমাদের অধিনায়ককে নিয়ে কিছু নেতিবাচক খবর প্রচার করেছেন। আমি জানি আপনারা কারা। আমি আপনাদের এই কাজ মনেও রাখব না, যদি আপনারা সত্যিই মনে করেন যে, নিতান্ত হতাশা থেকে এই কাজ করেছেন। তিনি বলেন, দেখুন, এটা দল যখনই খারাপ করে, আপনারা ম্যানেজমেন্ট অথবা খেলোয়াড়দের দোষ দেন। কিন্তু একবার কেউ অনুভব করেন না, দলের মালিক বা অধিনায়ক যে কারও চেয়ে এই খারাপ ফলাফলে বেশি কষ্ট পাচ্ছেন! এরপরই আশাবাদী নাফিসা বলেন, যাই হোক, আপনাদের এই নেতিবাচক প্রচারণা আমাদের দলের সকলকে আরও ঘনিষ্ঠ করেছে, আমরা আরও শক্ত হয়ে উঠেছি। ফলে সমালোচকদেরও ধন্যবাদ। আর/১২:১৪/২৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fOP87B
November 23, 2016 at 06:54AM
23 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top