মোহালি, ২৯ নভেম্বর- মোহালি টেস্টে অনুমিত সহজ জয়ই পেয়েছে ভারত। সিরিজের তৃতীয় ম্যাচ চার দিনেই ৮ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল। আঙুলের চোট নিয়ে দারুণ লড়াই করলেও ম্যাচ শেষ দিনে নিতে পারেননি তরুণ ইংলিশ ব্যাটসম্যান হাসিব হামিদ। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামী ৮ ডিসেম্বর শুরু হবে চতুর্থ টেস্ট। ১০৩ রানের ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই মুরালি বিজয়কে হারায় ভারত। রানের খাতা খোলার আগেই ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে ক্যাচ দেন বিজয়। দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পুজারার সঙ্গে পার্থিব প্যাটেলের ৮১ রানের জুটি ভারতকে জয়ের খুব কাছে নিয়ে যান। চারটি চার ২৫ রান করে ফিরে যান পুজারা। অধিনায়ক কোহলিকে নিয়ে বাকিটুকু সহজেই সারেন পার্থিব। টি-টোয়েন্টি মেজাজে খেলা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৫৪ বলে ১১ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৬৭ রানে। নিয়মিত উইকেটরক্ষের চোটে হঠাৎ পাওয়া সুযোগে ব্যাট হাতে নিজের সামর্থ্যটা দেখিয়েছেন তিনি। চোট কাটিয়ে ঋদ্ধিমান সাহা ফিরলে মধুর সমস্যাতেই পড়বে ভারত। এর আগে মঙ্গলবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ৪ উইকেটে ৭৮ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। কোনো রান যোগ করার আগেই ফিরে যান নাইটওয়াচম্যান গ্যারেথ ব্যাটি। বেন ডাকেটের বদলে দলে ফেরা জস বাটলারও পারেননি নিজের ইনিংস বড় করতে। আঙুলের চোটে ইনিংস উদ্বোধন করতে না পারা তরুণ হামিদ ব্যাটিংয়ে নামেন আট নম্বরে। ম্যাচ শেষে অধিনায়ক অ্যালেস্টার কুক জানিয়েছেন, ভারত সফর শেষ হয়ে গেছে হামিদের। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হবে এই তরুণকে। ব্যাটিংয়ের সময়ও পেইনকিলার লেগেছে তার। ইনিংস উদ্বোধন করতে নামা জো রুট হামিদের সঙ্গে ৪৫ রানের জুটিতে ভারতের আবার ব্যাটিংয়ে নামা নিশ্চিত করেন। ছয়টি চারে ৭৮ রান করে রুটের বিদায়ের পর হামিদের সঙ্গে জুটি বাধেন ওকস। দুই জনে গড়েন ৪৩ রানের জুটি। দ্বিতীয় নতুন বলে জোড়া আঘাতে ওকস ও আদিল রশিদকে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। ১১ নম্বর ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন ক্রিজে আসার সময় ১২৭ বলে ২৩ রানে ব্যাট করছিলেন হামিদ। শেষ জুটি গড়ার আগ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকা এই তরুণ এবার দেখান নিজের সামর্থ্য। শুরুতে শামির ওপর চড়াও হন হামিদ। পরে রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজাদেরও ছাড়েননি তিনি। স্লগ সুইপে ছক্কায় ১৪৭ বলে পৌঁছান অর্ধশতকে। দ্বিতীয় রান নিতে গিয়ে অ্যান্ডারসন রান আউট হওয়ার সময় হামিদ অপরাজিত ছিলেন ৫৯ রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ২৩৬ রানে গুটিয়ে দিতে ৮১ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার অশ্বিন। দুটি করে উইকেট নেন জয়ন্ত যাদব, শামি ও ম্যাচ সেরা জাদেজা। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৩ ভারত ১ম ইনিংস: ৪১৭ ইংল্যান্ড ২য় ইনিংস: ৯০.২ ওভারে ২৩৬ (কুক ১২, রুট ৭৮, মইন ৫, বেয়ারস্টো ১৫, স্টোকস ৫, ব্যাটি ০, বাটলার ১৮, হামিদ ৫৯*, ওকস ৩০, রশিদ ০, অ্যান্ডারসন ৫; শামি ২/৩৭, উমেশ ০/২৬, অশ্বিন ৩/৮১, জাদেজা ২/৬২, জয়ন্ত ২/২১) ভারত ২য় ইনিংস: ২০.২ ওভারে ১০৪/২ (বিজয় ০, প্যাটেল ৬৭*, পুজারা ২৫, কোহলি ৬*; অ্যান্ডারসন ০/৮, ওকস ১/১৬, রশিদ ১/২৮, স্টোকস ০/১৬, মইন ০/১৩, ব্যাটি ০/১৮) ফল: ভারত ৮ উইকেটে জয়ী ম্যাচ সেরা: রবিন্দ্র জাদেজা সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে। আর/১০:১৪/২৯ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2g2mqNT
November 30, 2016 at 05:36AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.