ঢাকা, ১৮ নভেম্বর- ভারতে সরকারের হঠাৎ ঘোষণার ফলে সে দেশে ৫০০ আর ১০০০ রুপির নোটগুলো ব্যাংকে জমা না পড়লে, সেগুলো যে বাতিল হয়ে যাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তা জানিয়ে দিয়েছেন। কিন্তু এখন আরও জানা যাচ্ছে,বাংলাদেশে যে লাখ লাখ নাগরিকের নিয়মিত ভারতে যাতায়াত আছে এবং সেই সুবাদে তাদের কাছেও বহু পুরনো ৫০০ ও ১০০০ রুপির ভারতীয় নোট রয়ে গেছে,সেগুলোও এখন পুরোপুরি বাতিল বলে পরিগণিত। বাংলাদেশে থাকা এই নোটগুলো ইতোমধ্যেই তামাদি বলে গণ্য করা হচ্ছে। কারণ, ভারত থেকে বাংলাদেশে রুপির নোট নিয়ে যাওয়াটাই নাকি সম্পূর্ণ অবৈধ। নেপালেও লাখ লাখ নাগরিকের হাতে এ ধরনের প্রচুর ভারতীয় নোট আছে। সেগুলোর গতি করার জন্য নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড নরেন্দ্র মোদির সাহায্যও চেয়েছেন। মোদি তাকে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিলেও বাংলাদেশ থেকে একই ধরনের অনুরোধ এলে, সম্ভবত তার কিছুই করার থাকবে না। কারণ, ভারতের আইন অনুসারেই বাংলাদেশে চলে যাওয়া নোটগুলো বেআইনি।তাছাড়া নেপালের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিও আলাদা। এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার দুবছরের পুরনো একটি বিজ্ঞপ্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় ব্যাঙ্কের একটি পদস্থ সূত্র জানিয়েছেন, বিদেশি পর্যটকরা ভারত ছাড়ার সময় পঁচিশ হাজার রুপি পর্যন্ত ভারতীয় অর্থ নগদে নিয়ে যেতে পারেন। তবে এই নিয়মের দুটো ব্যতিক্রম আছে - পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকরা এই নিয়মের সুবিধা পান না। যার অর্থ দাঁড়ায়, ভারত সফর শেষে দেশে ফেরার সময় বাংলাদেশিরা যত ৫০০ বা ১০০০ রুপির নোট সঙ্গে করে এতদিন নিয়ে গেছেন, তার সবটাই বেআইনি এবং সেগুলো চোরাই টাকায় পরিণত হয়েছে। ফলে এখন যখন ভারতীয় নাগরিকদের ব্যাংকের শাখায় বা পোস্ট অফিসে পুরনো পাঁচশো-হাজারের নোট বদলানো, বা জমা করার সুযোগ দেওয়া হচ্ছে, বাংলাদেশিদের হাতে থাকা নোটগুলোর জন্য কিন্তু সেরকম কোনও পদক্ষেপের কথা আদৌ ভাবা হচ্ছে না। সত্যি কথা বলতে কি, বাংলাদেশে চলে যাওয়া ওই নোটগুলোর ব্যাপারে আমাদের আইনগত কোনও দায়বদ্ধতা নেই। আর সেটা পাল্টে দেওয়ার ব্যাপারেও ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনও অঙ্গীকার নেই। বাস্তবতা এটাই, বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের পদস্থ সূত্রটি। আসলে ভারতের কারেন্সি রুপি বিশ্ব অর্থনীতিতে বহুকাল একটি ক্লোজড কারেন্সি বলেই পরিচিত ছিল। তার মানে হলো, রুপি ভারতের বাইরে নিয়ে যাওয়া বা বিদেশে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ২০১৪ সালের জুন মাসে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সেই নিয়ম কিছুটা শিথিল করে। ২০১৪ সালের ১৯ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ভারতীয় ও বিদেশি নাগরিকরা এ দেশ ছেড়ে যাওয়ার সময় পঁচিশ হাজার রুপি পর্যন্ত নগদে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। কিন্তু এই নিয়মের দুটি ব্যতিক্রমও উল্লেখ করা হয় সেখানে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরা এই সুবিধা পাবেন না। অর্থাৎ তারা কোনও ভারতীয় রুপি নগদে নিয়ে যেতে পারবেন না। এর কারণ কী, সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু বলা না হলেও তথ্যাভিজ্ঞরা বলছেন, যেহেতু পাকিস্তান ও বাংলাদেশকে জাল ভারতীয় নোটের যথাক্রমে উৎস ও ট্রানজিট রুট হিসেবে ভারত চিহ্নিত করে থাকে, সে কারণেই এই সুবিধার আওতা থেকে এই দুটি দেশকে বাইরে রাখা হয়েছিল। তবে এতদিন এর জন্য বাংলাদেশিদের কোনও অসুবিধাও হয়নি। বস্তুত কলকাতা থেকে ঢাকায় যাওয়ার জন্য তারা যখন শ্যামলী পরিবহনের বাসে বা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে চেপেছেন, তখন তাদের কাছে ভারতীয় রুপি আছে কিনা, তার জন্য কখনও তল্লাশি হয়েছে বলেও শোনা যায়নি। একই কথা কলকাতা এয়ারপোর্টের ক্ষেত্রেও খাটে। ঢাকা বা চট্গ্রাম-অভিমুখী যাত্রীদের কাছে রুপি আছে কিনা, তা নিয়ে কাস্টমস-ইমিগ্রেশনেরও কখনও মাথাব্যথা ছিল না। ফলে দিনের পর দিন এই বাংলাদেশি নাগরিকরা অজস্র ৫০০ বা ১০০০ ভারতীয় নোট নিজের দেশে নিয়ে গেছেন- এটা ভেবে যে পরের যাত্রায় সুবিধে হবে। কিন্তু তারা হয়তো জানতেও পারেননি যে, রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে সেটা বেআইনি, আর তাদের নিয়ে যাওয়া ভারতীয় রুপি চোরাই অর্থ হয়ে যাচ্ছে। এ নিয়ে হয়তো কখনও কোনও অসুবিধেও হতো না, যদি না নরেন্দ্র মোদি হঠাৎ করে কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে সেই নোটগুলো বাতিল ঘোষণা করতেন। এখন প্রতি বছর ভারতে ব্যবসা, পর্যটন, চিকিৎসা, কেনাকাটা ইত্যাদি নানা কারণে ১৩ লাখেরও বেশি বাংলাদেশি আসেন। সংখ্যার বিচারে আমেরিকার পরে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি বিদেশি ভারতে আসেন। তাদের অনেকের ঘরেই এমন অজস্র ভারতীয় ৫০০ বা ১০০০ রুপির নোট পড়ে আছে, তাতে কোনও সন্দেহ নেই। নরেন্দ্র মোদির এক ঘোষণায় সেগুলো শুধু তামাদিই হয়ে যায়নি, রিজার্ভ ব্যাংকের নিয়মের কারণে বৈধ পথে তা পাল্টানোরও কোনও সুযোগ নেই। তবে এই নোটগুলো যদি আবার চোরাপথে ভারতে পাঠানোর ব্যবস্থা করা যায় এবং সেখানে পরিচিত কোনও ভারতীয় ব্যক্তির মাধ্যমে ৩০ ডিসেম্বরের মধ্যে তা ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্টে জমা করা যায়, তাহলে অবশ্য সেগুলোর একটা গতি হতে পারে। কিন্তু সেখানেও চোরাপথে রুপি পাঠানোর ঝুঁকি থাকে। আর কজন বাংলাদেশির পক্ষেইবা এত ঝামেলা করে ওই নোটের গতি করা সম্ভব, সেই প্রশ্নও থেকে যায়। ভারতীয় রুপি এতদিন প্রায় অবাধেই চলত নেপালে। তাই সে দেশেও প্রচুর পরিমাণে ভারতের পাঁচশো বা হাজারের নোট আছে মানুষের হাতে। নেপালে ভারতীয় নোট নেওয়ার ওপরও কোনও বিধিনিষেধ ছিল না। ঠিক সেই কারণেই নেপালি প্রধানমন্ত্রী প্রচণ্ডও এই বিপদে ভারতের সাহায্য চেয়েছেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটা অনেক বেশি জটিল ও আইনি মারপ্যাঁচে ভরা। যার কারণে বলতেই হচ্ছে, অন্তত আজকের তারিখে সে দেশে সব ভারতীয় ৫০০ আর ১০০০ রুপির নোট বাতিল কাগজের টুকরোর চেয়ে বেশি কিছু নয়। এফ/০৯:৫৫/১৮নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eNRnsO
November 19, 2016 at 03:55AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
রূপপুর প্রকল্পে ব্যয় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা
01 Dec 20160টিঢাকা, ০১ ডিসেম্বর- পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল কাজ শুরু হচ্ছে।...আরও পড়ুন »
বঙ্গবন্ধু হাইটেক সিটির ২০ ভাগ কাজ হয়েছে : প্রতিমন্ত্রী
01 Dec 20160টিডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক জানিয়েছেন, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গব...আরও পড়ুন »
গোবিন্দগঞ্জে শিক্ষিকা হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
01 Dec 20160টিগাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া উচ্চ বিদালয়ের সহকারী শিক্ষিকা আলেমাতুন শাহী রিমিটি হত্যা ...আরও পড়ুন »
হয়রানি বন্ধে উত্তরাঞ্চলে পণ্যবাহী যানের ধর্মঘট, দুর্ভোগ
01 Dec 20160টিকাগজপত্র তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ট্রাক-কাভার...আরও পড়ুন »
দোয়া নিতে আশরাফের বাসায় আইভী
01 Dec 20160টিঢাকা, ০১ ডিসেম্বর- দোয়া নিতে জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামে...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.