নিজস্ব প্রতিবেদক ● দেশের উন্নয়নে অবদান রাখতে কর প্রদানে আগ্রহ বাড়ছে তরুণ করদাতাদের। এর মধ্যে ব্যবসায়ী ও চাকরিজীবীর সংখ্যা সবচেয়ে বেশি। এমনই একজন তরুণ করদাতা লাকসামের জহিরুল ইসলাম রিপন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। মাত্র ২০ বছর বয়স থেকে তিনি নিয়মিত গত ১২ বছর ধরে আয়কর দিয়ে আসছেন। তার ধারাবাহিকতায় এবার তিনি হয়েছেন কুমিল্লা জেলার সর্বোচ্চ তরুণ কর দাতা-২০১৬।
গত শনিবার কর অঞ্চল কুমিল্লার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করতে তিনি কুমিল্লায় আসেন। এসময় কুমিল্লার বার্তা ডটকমের সাথে কথা হয় রিপনের। এত অল্প বয়স থেকে আয়কর প্রদানে উৎসাহী হওয়ার বিষয় ছাড়াও তিনি জানালেন করভীতি দূর করা গেলে তরুণ বয়স থেকেই সবাইকে আয়কর প্রদানে অভ্যস্থ করা যাবে।
সর্বোচ্চ তরুণ আয়কর দাতা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, এটি সত্যি আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমি আমার বিভিন্ন ধরনের ব্যাবসা নিয়ে ব্যস্ত থাকলেও কখনো ভাবিনি সরকারী কোন সম্মাননা পাব বিশেষ করে আয়কর দিয়ে। অনেক ভালো লাগছে এ সম্মাননা আমাকে আগামীদিনে চলার পথে অনুপ্রেরণা দেবে।
এতো তরুণ বয়সে আপনি কর প্রদানে উৎসাহী হলেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে রিপন, তরুণ প্রজন্ম দেশ গড়ার হাতিয়ার। তরুণ-তরুণীরা স্বতস্ফূর্তভাবে কর পরিশোধে এগিয়ে আসলে দেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত হবে। এছাড়া আয়কর প্রদান করলে নিজ ব্যাবসা ও সম্পদের সঠিক হিসাব রাখা যায়।
বর্তমানে বাংলাদেশের করব্যবস্থা সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বলেন, এমন একসময় ছিল কর বিষয়টি শুনলেই মানুষ আতঙ্কে থাকত। কর সম্পর্কে কারোরই কোন সঠিক ধারণা ছিলনা। কিন্তু বর্তমানে কর ব্যাবস্থা অনেক সহজ করা হয়েছে এবং সরকারও বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে করভীতি দূর করার চেষ্টা করছে।
তরুণ করদাতাদের আরও কিভাবে কর প্রদানে উৎসাহিত করা যায় এ প্রসঙ্গে রিপন জানান, আমি মনে করি করভীতিই হলো প্রধান সমস্যা। করকে ভয় পাওয়ার কিছু নেই, কর দেয়া সকল নাগরিকের দায়িত্ব এ বিষয়য়ে যদি সবাইকে সচেতন করা যায় তাহলে তরুণ বয়স থেকেই সবাই কর প্রদানে অভ্যস্থ হবে। পাশাপাশি করব্যবস্থা আরও সহজ এবং এ নিয়ে ব্যাপক প্রচার ও জনসচেতনা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।
The post করভীতি দূর করতে পারলে তরুণরাও কর প্রদানে উৎসাহি হবে —রিপন appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2fXkIxf
November 28, 2016 at 10:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন