ঢাকা, ২৩ নভেম্বর- ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। পুরো ফিট হতে আর দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার মিরপুরের জিমে ট্রেনারের সঙ্গে কাজ করেছেন মোস্তাফিজ। আগামীকাল বুধবার থেকে তিনি শুরু করবেন বোলিং অনুশীলন। ট্রেনারের সঙ্গে থাকবেন বাংলাদেশ দলের নতুন ফিজিও ডিন কনওয়ে। মোস্তাফিজের শেষ ধাপের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার দেবাশীষ চৌধুরী বলেন, ছুটির আগে মোস্তাফিজের কাঁধের স্ক্যান করানো হয়েছিল। যে রিপোর্টটি দেখে আমরা সন্তুষ্ট হয়েছি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে তাঁর। আশা করছি, এ মাসের শেষে বা সামনের মাসের শুরুর দিকে ও পুরো ফিটনেস ফিরে পাবে। সর্বোচ্চ দুই সপ্তাহ লাগতে পারে। গত ১ নভেম্বর থেকে তিনি নেটে বোলিং শুরু করেছেন মোস্তাফিজ। সেদিন তিন ওভার বোলিং করেন তিনি। এরপর ০৩ নভেম্বর দ্বিতীয় দিনে চার ওভার বোলিং করেন কাটার মাস্টার। ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করেন প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। অস্ত্রোপচারের পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলে মোস্তাফিজের পুনর্বাসন। যদিও মোস্তাফিজকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে জানান অ্যান্ড্রু ওয়ালেস। কিন্তু বিসিবির প্রধান চিকিৎসক মনে করছেন, সবকিছু ঠিক থাকলে মোস্তাফিজের সেরে উঠতে পুরো ছয় মাস লাগবে না। সেক্ষেত্রে আসছে নিউজিল্যান্ড সফর দিয়েই মাঠে ফিরতে পারেন মোস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজ। ২০১৫ সালে ২২ গজে পথচলা শুরু মোস্তাফিজের। রঙ্গিন জার্সিতে এখন পর্যন্ত ৮টি ম্যাচে ২৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট। আর টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ। আর/১২:১৪/২৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fCjRSo
November 23, 2016 at 06:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top