ঢাকা, ২১ নভেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ফ্রিডম-এর উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই প্রদর্শনী উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। কাউন্টার ফটো নামের একটি আলোকচিত্র সংগঠন নিজেদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি ১০ জন তরুণ আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে। আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রাষ্ট্রদূত যখন উদ্বোধনী মঙ্গল বাতি জ্বালাচ্ছিলেন, সে সময় চুরির এ ঘটনাটি ঘটে বলে ধারণা করা হয়। কারণ, বাতি জ্বালিয়ে তিনি নিজ চেয়ারে ফিরে গিয়ে ব্যাগটি খুঁজে পাননি। এ ঘটনায় রাষ্ট্রদূত মর্মাহত হন। তবে এ বিষয় তাৎক্ষণিকভাবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আলোকচিত্র প্রদর্শনীর আয়োজক কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক বলেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি চুরির সন্দেহে অজ্ঞাত পরিচয়ের একজনকে ভিডিও রেকর্ডিং থেকে শনাক্ত করা হয়েছে। তাঁর ছবিসহ শাহবাগ থানায় লিখিত অভিযোগ করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, রাষ্ট্রদূতের ব্যাগে তাঁর আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি এবং প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, চুরির বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ামাত্র আমরা কাজ শুরু করব। এফ/২১:২৫/২১নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fk9LYX
November 22, 2016 at 03:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন