শীতের চুলচর্চায় বাঁচবে চুল

শীত আসতে না আসতেই মুখ বেজাড়। শুরু ত্বক ও চুলের সমস্যা। কিন্তু হাতের কাছেই যদি থাকে চটজলদি ঘরোয়া সমাধান? জেনে নিন কীভাবে-

১) খুশকি কমাতে রোজ তিন টেবিল চামচ নুন স্ক্যাল্পে ঘষুন মিনিট পাঁচেক। তারপর শ্যাম্পু করে নিন।

২) আধকাপ জল ও আধকাপ ভিনিগার মিশিয়ে নিন। মাথায় ঘষে ঘষে লাগান। মিশ্রণ লাগানোর বেশ খানিকক্ষন পরে শ্যাম্পু করবেন।

৩) শ্যাম্পুর আগে পাতিলেবুর রস মাখতে পারলে খুশকি অনেকটাই কমবে।

৪) এককাপ জলে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে শ্যাম্পু বানিয়ে নিন। খুশকি না কমা পর্যন্ত এই শ্যাম্পু ব্যাবহার করুন। হাতেনাতে ফল পাবেন।

৫) দুটো অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন। মাথায় লাগিয়ে কিছুক্ষন পর ধোবেন। গোটা শীত এই শ্যাম্পু ব্যাবহার করলে খুশকির সমস্যা দুরে পালাবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2gx4mwq

November 26, 2016 at 10:26PM
26 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top