শালকুমারহাট, ২২ নভেম্বরঃ উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত খবরের জেরে মঙ্গলবার থেকে স্টেট ব্যাংকের কালীপুর শাখার এটিএম পরিসেবা চালু হল। উল্লেখ্য, ৮ নভেম্বর রাতে এক ঘোষণায় কেন্দ্রীয় সরকার পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে। তারপর থেকেই ব্যাংক ও এটিএমমুখী হয়ে পড়েন সাধারণ মানুষ। এরপর দু-সপ্তাহ কেটে গেলেও কালীপুর গ্রামের এটিএম পরিসেবা বন্ধ ছিল। ব্যাংকের শাখার পাশে থাকা সত্ত্বেও এতদিন এই এটিএম-এর শাটার বন্ধ থাকায় সোমবার ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। এসংক্রান্ত খবর মঙ্গলবার সংবাদপত্রে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন সকাল ১০টার পর এটিএম-এর শাটার খোলা হয়। টাকা তোলার জন্য তখন এটিএম-এর সামনে লাইনে দাঁড়াতে হুড়োহুড়ি পড়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সিভিক ভলান্টিয়ার ও ব্যাংকের কর্মীরা।
শাখা প্রবন্ধক শ্যামল চন্দ বলেন, ‘নিয়ম অনুযায়ী গ্রাহকরা দিনে এটিএম থেকে দু-হাজার টাকা তুলতে পারবেন। এটিএম চালু হওয়ায় এখন ব্যাংকের উপর চাপ কিছুটা কমল। এদিন ব্যাংকের এই শাখায় পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা নেওয়া হয়।’
from Uttarbanga Sambad http://ift.tt/2fBoexk
November 22, 2016 at 08:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন