নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম বলেছেন- সাপ্তাহিক আমোদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী ছিলেন একজন নির্ভিক, সাহসিক, আদর্শবান ও প্রথিতযশা সাংবাদিক। তিনি বলেন- ফজলে রাব্বী কারো সন্তুষ্টি বা বিরক্তির প্রতি ভ্রুক্ষেপ না করে যা সঠিক তা অকপটে সত্যকে তুলে ধরেছেন।
সোমবার বিকেলে কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের সম্মেলন কক্ষে মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আমোদ প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী’র ২২তম মৃত্যু বার্ষিকীতে স্মারক বক্তৃতায় প্রধান অতিথি’র বক্তব্য তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ এর সভাপতি আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁনের সভাপতিত্বে ও মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ এর সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানের উপস্থাপনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা বাংলা একাডেমি’র সাবেক পরিচালক কবি আসাদ চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী।
এ ছাড়াও মোহাম্মদ ফজলে রাব্বী’র ক্রীড়া’র উপর বক্তব্য রাখেন- মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ এর নির্বাহী সদস্য কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল, সাংবাদিকতা’র উপর বক্তব্য রাখেন- ফজলে রাব্বী সংসদ এর নির্বাহী সদস্য শিরোনাম সম্পাদক নীতিশ সাহা ও সমাজ সেবা’র উপর বক্তব্য রাখেন- গবেষক মামুন সিদ্দিকী এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ফজলে রাব্বী সংসদ এর নির্বাহী সদস্য বদরুল হুদা জেনু এবং ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাহী সদস্য ডাঃ ইকবাল আনোয়ার।
ওই অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেছেন- কুমিল্লা থেকে প্রকাশিত দেশের প্রাচীনতম সাপ্তাহিক সংবাদপত্র আমোদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী ছিলেন একজন সাহসিক সাংবাদিক ও লেখক সৃষ্টির এক অমর কারিগর। এ দেশের মফস্বল সাংবাদিকতায় তিনি এক অনন্য ব্যক্তিত্ব। বক্তারা বলেন, কুমিল্লা অঞ্চলের মানুষের আশা আকাঙ্খা, প্রত্যাশা, প্রাপ্তি, সমস্যা ও সম্ভাবনার কথা তিনি আমোদ-এ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছিলেন। তিনি অকপটে সত্যকে তুলে ধরেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, আদর্শে নিষ্ঠাবান থেকেছেন। তাঁর কলমে ছিল তীক্ষ্ণ ধার, দৃষ্টিতে ছিল প্রখরতা, চিন্তায় ছিল প্রগতিশীলতা।
বক্তারা আরো বলেন- ফজলে রাব্বী জনগণের প্রত্যাশাকে সব সময় বড় করে দেখতেন। ফজলে রাব্বী’র সম্পাদিক আমোদ পত্রিকায় জাতীয় নিউজ কখনোই স্থান পায়নি। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এবং তাঁর কর্মজীবন ছিল বৈচিত্রময়। ফজলে রাব্বী সাংবাদিকতাকে নেশা ও পেশা হিসেবে গ্রহণ করার আগে চার বছর সৈনিক জীবন এবং তাঁরও আগে পাঁচ বছর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। কৈশোর বয়সে তিনি বৃটিশ বিরোধী আন্দোলনে অংশ নেন। ফজলে রাব্বী ১৯৪৪ সালে মুসিলম ন্যাশনাল গার্ড বাহিনীর বৃহত্তর কুমিল্লার অধিনায়ক ছিলেন। তিনি ১৯৪৭ সালে রাজনীতি থেকে সরে এসে পাকিস্তান দেশরক্ষা বাহিনীতে যোগ দেন। তারপর নিজেকে জড়িয়ে ফেলেন খেলাধুলার সঙ্গে। ফজলে রাব্বী ১৯৫৫ সালের ৫ মে হতে আমোদ সম্পাদনা ও প্রকাশনা শুরু করেন। যার আজও সমহীমায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। বক্তারা বলেন- অর্থের নেশা ফজলে রাব্বী’র কখনোই ছিল না, তিনি দরিদ্র জনগোষ্ঠীর সুখ-দুঃখের কথা আমোদ পত্রিকায় প্রকাশ করে আনন্দ পেতেন। তাঁরা আরো বলেন- ফজলে রাব্বী হলুদ সাংবাদিকতা থেকে দূরে ছিলেন। আজকের সাংবাদিকতার চিত্র একটু ভিন্ন রকম।
এদিকে, মোহাম্মদ ফজলে রাব্বী’র স্মরণ সভায় মূখ্য আলোচক ঢাকা বাংলা একাডেমী’র সাবেক পরিচালক কবি আসাদ চৌধুরী বলেছেন- বাংলাদেশের আঞ্চলিক সংবাদপত্র জগতের পুরধা’র ফজলে রাব্বী ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। খেলা-ধুলা যে কি প্রয়োজন তা’ তিনি অনুভব করেছিলেন। তিনি বলেন- কুমিল্লা পথিকৃৎ হয়েছে বহু স্বনামমধন্য ব্যক্তির জন্য। তাঁদের মধ্যে মোহাম্মদ ফজলে রাব্বী ছিলেন একজন। তিনি আরও বলেন- বাংলাদেশের রাজনীতি এখন অপরাজনীতিতে পরিণত হয়েছে। এই অপরাজনীতির কারণেই দেশে আজ অস্থিরতা বিরাজ করছে। ওই অপরাজনীতিকে ঠেকাতে দেশে সৃষ্টি হয়েছে “গণ জাগরণ মঞ্চ”।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ মোসলেহ্ উদ্দিন আহমেদ, মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ কুমিল্লার নির্বাহী সদস্য অ্যাড. জহিরুল ইসলাম সেলিম, নির্বাহী সদস্য অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল ও নির্বাহী সদস্য বাকীন রাব্বী, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবুছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কালচারাল কমপ্লেক্স কুমিল্লার সাধারণ সম্পাদক সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিক, সংগঠক বাবলু পাল, মানবাধিকারকর্মী আলী আকবর মাসুম, নাট্য ব্যক্তিত্ব শাহ্ জাহান চৌধুরী, বিশিষ্ট্য রাজনীতিবিদ আঃ রউফ চৌধুরী ফারুক, সংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ ফরিদ, মিসেস বাকীন রাব্বী, নারী নেত্রী চৌদ্দগ্রাম উপজেলা ভাইস-চেয়ারম্যান রাশেদা আক্তার, নারী নেত্রী রোকেয়া বেগম শিউলী, নারী নেত্রী মাহমুদা আক্তার, সাংবাদিক অশোক কুমার বড়–য়া, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কবি ডাঃ দীনেশ চন্দ্র ভট্টাচার্য্য, লেখক তপন সেনগুপ্ত, প্রথম আলো’র কুমিল্লার ষ্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ কুমিল্লার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খায়রুল আহসান মানিক, কোষাধ্যক্ষ সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, বৈশাখী টিভি’র কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, অ্যাড. মাহাবুবুল আলম, কুমিল্লা বারের নবীন এডভোকেট তাপস চন্দ্র সরকার, লেখক দীপ্র আজাদ কাজল, বিএনপি নেতা আবুল হোসেন, জেলা ছাত্রদল নেতা সাজাদুল কবির সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফারুক, কুমিল্লার বার্তা’র সম্পাদক সামছুল আলম রাজন, দৈনিক আমাদের কুমিল্লার লাকসাম প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, মাহফুজ নান্টু, মাওঃ আবু হানিফ, তৈয়বুর রহমান সোহেল ও ফটোসাংবাদিক এন.কে রিপন, কবি আজিম উল্ল্যাহ হানিফ, ছাত্রদল নেতা খোরশেদ আলম, মাইন উদ্দিন মানিক ও বিল্লাল হোসেন জনি প্রমুখ।
এর আগে সকাল ১০টায় নগরীর বিষ্ণুপুর কবরস্থানে কবর জিয়ারত ও রাজবাড়ি কম্পাউন্ড মসজিদের বাদ জোহর মিলাদ-মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
The post ‘ফজলে রাব্বী ছিলেন একজন নির্ভিক ও আদর্শবান সাংবাদিক’ appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2ftiTMz
November 28, 2016 at 10:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন