মুম্বাই, ২৭ নভেম্বর- বলিউডের জুনিয়র বচ্চন হিসেবে খ্যাত হলেও নায়ক হিসেবে নাম করতে পারেননি অভিষেক বচ্চন। তার সর্বশেষ ছবি হাউজফুল ৩ ফ্লপ হয়েছে। তারপরেও একের পর এক সিনেমা করে যাচ্ছেন তিনি। এবার জানালেন, পুরো বচ্চন পরিবারের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে চান অভিষেক। এর আগে বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে পা, সরকার, বান্টি অউর বাবলি, কাভি আলভিদা না কেহনা ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। মা জয়া বচ্চনের সঙ্গে ভৈরবী, দ্রোণ, লাগা চুনারি মে দাগ ছবিতে কাজ করেছেন। ওদিকে স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কুছ না কাহো, গুরু, রাবন-এ অভিনয় করেছেন। কিন্তু একসঙ্গে গোটা বচ্চন পরিবার দেখা দেননি রুপালি পর্দায়। তাই পুরো পরিবার একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে পারলে খুশি হবেন বলে জানালেন অভিনেতা অভিষেক বচ্চন। অভিষেক জানিয়েছেন, মা, বাবা ও স্ত্রীর সঙ্গে একই স্ক্রিপ্টে অভিনয় করতে আগ্রহী তিনি। এরকম কোনো সুযোগ সত্যি এলে তিনি একা নন, খুশি হবেন বাবা অমিতাভ বচ্চন, মা জয়া বচ্চন এবং স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও। তাই জুনিয়র বচ্চন এখন সেই ইচ্ছে পূরণের অপেক্ষায় দিন গুনছেন। সূত্র: ইন্ডিয়া টুডে আর/১০:১৪/২৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2g7f2nt
November 28, 2016 at 05:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top