মুম্বাই, ২৯ নভেম্বর- দুজনের বন্ধুত্বটা অনেক পুরনো। আন্দাজ আপনা আপনা সিনেমায় দুজনের অভিনয় আজও মানুষের মুখে হাসি ফোটায়। নিজেদের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে হরহামেশাই প্রশংসায় মাতেন তারা। আসছে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে আমির খান-এর বহুল প্রতীক্ষিত দাঙ্গাল। আমির জানিয়েছেন, বন্ধু সালমানকে এই সিনেমা দেখাতে উদগ্রীব হয়ে আছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, আমি নিশ্চিত এই সিনেমার প্রচারে সালমান আগ্রহী হবে। আমিও তার সিনেমার প্রচার করতে ভালোবাসি। আমি তাকে দাঙ্গাল দেখাতে উদগ্রীব হয়ে আছি! গুঞ্জন শোনা গিয়েছিল, সালমান-এর উপস্থাপনায় বিগ-বস দশ শোতে দাঙ্গাল-এর প্রচার চালাতে আসবেন আমির। তবে এই গুজব একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি টিভিতে আমার সিনেমার প্রচারণা করবো না। কিন্তু সিনেমার প্রমো এবং বিজ্ঞাপন তেলিভিসনে প্রচার হবে। কিন্তু আমি কোনো টিভি অনুষ্ঠানে যাব না। বন্ধুকে দাঙ্গাল দেখানে উৎসাহী হলেও চরিত্র রূপায়ণের বেলায় সালমানের উপদেশ কিন্তু শোনেননি তিনি। একজন কুস্তিগীরের শরীর পর্দায় ফুটিয়ে তোলার জন্য সালমান আমিরকে পরামর্শ দিয়েছিলেন শরীরকে চর্বি রাখতে। কিন্তু মাহাভির ফোগাটের তরুণ সময়ের দেহকে তুলে ধরতে আমির করেছেন এর ঠিক উল্টোটাই। এ ব্যাপারে তিনি বলেন, দেখুন কুস্তি অনেক রকমের হয়। আখড়ায় কাদায় গড়াগড়ি খেয়ে যারা কুস্তি লড়ে, তারাই সাধারণত বিশালদেহী হয়। কিন্তু সুশিল কুমারের (ভারতের অলিম্পিক পদকজয়ী ফ্রিস্টাইল রেসলার) দিকে তাকান, দেখবেন তার শরীরে মেদের ছিটেফোঁটাও নেই। ভিনেশ ফোগাট, গিতা কিংবা ববিতা ফোগাটের মতো ম্যাট রেসলাররা দারুণ স্বাস্থের অধিকারী; কিন্তু তাদের শরীরেও এক আউন্স চর্বি খুঁজে পাবেন না আপনি। বিষয়টিকে ব্যাখ্যা করে তিনি আরও বলেন, আমি যখন ৭০ কেজির বিভাগে কুস্তি লড়ছি, তখন শরীরের ৩০ শতাংশ যদি চর্বিই থাকে, তবে সেটা ম্যাটে আমার গতিকে স্লথ করে দেবে। একারণেই নির্ধারিত ওজনের বিভাগে যারা কুস্তি লড়েন, সেইসব ম্যাট রেসলাররা সাধারণত যতোটা সম্ভব হালকা গড়নের হয়ে থাকেন। আর/১০:১৪/২৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gtjKJM
November 30, 2016 at 05:00AM
29 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top