বরিশালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) কার্যক্রম পরিদর্শন করেছেন ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আহসানুল আলম ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আজ বুধবার (২৩ নভেম্বর) সকালে ব্যাংকের কর্মকর্তারা প্রথমে ইসলামী ব্যাংক হাটখোলা-চকবাজার শাখার আওতাধীন দিনার এলাকায় মাঠপর্যায়ে গিয়ে সরাসরি সদস্যদের সাথে কথা বলেন।
এরপর তারা বরিশাল শাখার আওতাধীন নগরীর কাশিপুর এলাকার একটি আরডিএস কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের স্বাগত জানান কেন্দ্র প্রধান বিষ্ণু রাণী ব্যানার্জি সহ ওই কেন্দ্রের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা মাঠ পর্যায়ের সদস্যদের সাথে সরাসরি কথা বলেন।
ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের দাবিগুলোর মধ্যে ছিল- ঋণের পরিমান অরো বাড়ানো, ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসায় ডিসকাউন্ট প্রদান করা, সদস্যদের জন্য নির্ধারিত কেন্দ্র ঘর তৈরী করে দেয়া, জনকল্যাণমূলক কার্যক্রম আরো বাড়ানো প্রভৃতি।
উর্ধ্বতন কর্মকর্তারা সদস্যদের এসব দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। পরে তারা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের রেইনট্রিতলায় আরডিএস প্রকল্পের সদস্যদের জন্য চলমান একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানেও সদস্যদের সুবিধা অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক প্রফেসর ডা. কাজী শহিদুল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূইয়াঁ, আরডিএস প্রকল্পের কেন্দ্রীয় সমম্বয়কারী মাহবুব আলম, বরিশাল জোনপ্রধান মো. আবদুস সালাম, বরিশাল শাখা ব্যবস্থাপক মুহা. জালাল উদ্দীন, হাটখোলা-চকবাজার শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবু জাফর খান, আরডিএস প্রকলেপর বরিশাল জোন ইনচার্জ মো: আনিছুর রহমান, বরিশাল শাখা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহসানুল আলম বলেন, ইসলামী ব্যাংক দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নে বাস্তবভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। পূজিহীন মানুষকে বিনিয়োগের মাধ্যমে প্রতিনিয়ত দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করছে।
তিনি বলেন, আর্ত-মানবতার সেবা ও বঞ্চিত মানুষের কষ্ট দূর করতে কাজ করছে এই ব্যাংক। তিনি রাজাপুরবাসীকে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ও অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণের আহবান জানান ।
মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের প্রতিষ্ঠান। এই ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বসাধারণের প্রকৃত চাহিদা অনুযায়ী বিনিয়োগ করে। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ হাজার গ্রামের ১০ লাখ পরিবারকে দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করেছে।
এ ব্যাংক উৎপাদন ও বিনিয়োগে ন্যায়নীতি ও বন্টনমূলক সুবিচারের মাধ্যমে সমাজে ধনী-গরীবের ব্যবধান কমিয়ে সুষম উন্নয়নে ভূমিকা পালন করছে। ইসলামী ব্যাংক বিনিয়োগের মাধ্যমে সমাজের নারী-পুরুষকে সমানভাবে স্বাবলম্বী করছে। স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগের মাধ্যমে রাজাপুর এলাকার অর্থনৈতিক উন্নতিসহ মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করতে তিনি ব্যাংক কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।
The post বরিশালে আরডিএস পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান-এমডি appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
from Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7 http://ift.tt/2foAiko
November 23, 2016 at 08:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন