কলকাতা, ২৯ নভেম্বর- বিজেপির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বলেছেন, হয় এই সিদ্ধান্ত বাতিল করুন, না হলে ক্ষমতা ছাড়ুন। কারণ একজনের ইচ্ছায় ভারত চলে না। জনগণের ইচ্ছায় চলে। যিনি জনগণের কথা ভাবেন না, তাকে সরিয়ে দিন। মোদি সরকারে থাকলে এই দেশের বিপদ, তাই বিজেপিকে একটিও ভোট দেবেন না। নোট বাতিল ইস্যুতে দেশব্যাপী তৃণমূলের প্রতিবাদ ছড়িয়ে দিতে মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন শহরে আন্দোলনে নেমেছেন মমতা। এর প্রথম ধাপ হিসাবে এদিন উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর গোমতীনগরে জনসভা করেন তৃণমূল নেত্রী। ওই সভা থেকেই উত্তরপ্রদেশের ভোটারদের কাছে ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে যোগ্য জবাব দেওয়ার অনুরোধ জানান মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বলেন, জরুরি অবস্থার চেয়েও দেশে এখন খারাপ অবস্থা তৈরি হয়েছে। দেশকে বিক্রি করে দেয়ার পথে হাঁটছেন মোদি। গণতন্ত্রে জরুরি অবস্থা চলে না। মোদির শাসনকালকে মহম্মদ বিন তুঘলকের শাসনকালের সঙ্গে তুলনা করে মমতা বলেন, হিটলারের চেয়েও এটা বড় তুঘলকি সিদ্ধান্ত। যারা বিদেশে কালো রুপি গচ্ছিত রেখেছে তাদের রুপি ফিরিয়ে না এনে গরিব মানুষদের রুপি কেড়ে নেওয়া হচ্ছে। দোকানপাট, চাষবাস বন্ধ, গরিব মানুষ খেতে পারছে না। সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব হচ্ছে। এফ/২১:২৮/২৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gfOVKV
November 30, 2016 at 03:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top