উত্তরবঙ্গে শুরু হল বইমেলা

শিলিগুড়ি.২৭ নভেম্বরঃ ৩৪ তম উত্তরবঙ্গ বইমেলা শুরু হল রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এদিন মেলার উদ্বোধন হল কবি, সুরকার ও অভিনেতা শ্রীজাতের হাত ধরে। তিনি বলেন, গত কয়েক বছরে সারা পৃথিবীতে যে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে তা পৃথিবীর জন্য ভালো নয়। তবে যতদিন বইমেলা চলবে ততদিন ধর্মীয় বিভেদ ও হানাহানির বিরুদ্ধে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া চলবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, বিএসএনএল-এর জেনারেল ম্যানেজার সেরিং ডুকপা, অধ্যাপক বিমলেন্দু দাম প্রমুখ। উল্লেখ্য, গতবছরের মত এবছরও বইমেলায় রয়েছে উত্তরবঙ্গ সংবাদের স্টল। ২৭ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গল্প পাঠ, কবিতা পাঠ, কুইজ ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে পাঠকের মুখোমুখি অনুষ্ঠান।



from Uttarbanga Sambad http://ift.tt/2g72exp

November 27, 2016 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top