ঢাকা, ২১ নভেম্বর- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেনি। বরং এই বাহিনীকে শক্তিশালী, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে চেয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আজ সোমবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং এই বাহিনীর সদস্যদের কল্যাণে কাজ করেছে। আওয়ামী লীগ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে চায়; যে বাহিনীর সুনাম দেশে-বিদেশে সমাদৃত হবে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী এই দিবসের চেতনা ধারণ করে তাঁদের জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এফ/২১:১৮/২১নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fxNhRF
November 22, 2016 at 03:18AM
21 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top