টরন্টো, ২৯ নভেম্বর- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন বিগত রোববার ১৩ই নভেম্বর, ২০১৬ টরন্টোস্থ মিজান অডিটোরিয়ামে অত্যন্ত জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সমর পাল-সভাপতি, এএমএম তোহাসাধারন সম্পাদক ও সরোয়ার জামানকোষাধ্যক্ষ এর নেতৃতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক ২০১৭-২০১৮ সালের জন্য ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সকাল এগারটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এবং শ্রদ্ধেয় শিক্ষকগন সভাস্থলে উপস্থিত হতে থাকেন যা অল্প সময়ের মধ্যেই কানাই কানাই ভর্তি হয়ে যায়, যেখানে আর বসার জায়গা ছিল না, অতিথিরা দাঁড়িয়ে থেকে সভা উপভোগ করেছেন। সবার মাঝে যেন এক প্রানের জোয়ার ও যৌবনের উচ্ছাস পরিলক্ষিত হয়। এইখানে ঊল্লেখ করা বাঞ্ছনীয় যে প্রায় দুই শত প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলীদয় স্বতঃস্ফূর্তভাবে বিরাট লাইন ধরে নির্দ্বিধায় ভোট দানে অংশ গ্রহণ করেন যা বিগত তের বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক এর ইতিহাসে এই প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছে। সভা চলাকালীন সময়ে দুপুরের খাবার পরিবেশন করা হয় যা সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এছাড়াও সর্বক্ষম চা, কফি ও সমুসা/সিংগারা সবার জন্য উন্মুক্ত ছিল। সর্বোপরি সন্ধ্যা সাড়ে ছটায় অত্যন্ত প্রাঞ্জল পরিবেশে সফলভাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পরিসমাপ্তি হয়। এখন এই পূর্ণাঙ্গ কমিটি নিম্নে দেওয়া হলোঃ- সভাপতি: সমর পাল সহ সভাপতি: ১। আনোয়ার সাদাত ২। সৈয়দা সেলিনা সরোয়ার ৩। শরিফা কামাল মসি ৪। জহিরুল হক চৌধুরী ৫। অনুপ সেনগুপ্ত সাধারন সম্পাদক: এএমএম তোহা যুগ্ম সম্পাদক:১। মোঃ কামরুল আলম চৌধুরী ২। তেহজিনা এমদাদ (নূপুর) ৩। বিশ্বজিত পাল ৪। শেখ জসিম উদ্দীন ৫। মোহাম্মদ গিয়াস উদ্দীন কোষাধ্যক্ষ: সরোয়ার জামান সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ সাজ্জাদ হোসেইন গণমাধ্যম সম্পাদক: নাজমুল হুদা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: কানিজ ফাতেমা সামাজিক ওয়েলফেয়ার সম্পাদক: নাসিমা বেগম লাভলী প্রচার ও প্রকাশনা সম্পাদক: তানভী হক ইমিগ্রেশন ও সেটেলমেন্ট এফেয়ারস সম্পাদক: মোহাম্মদ ইমাম উদ্দীন আপ্যায়ন সম্পাদক: মোঃ মাহতাব উদ্দীন ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ মিঞা আজম সদস্য: ১। নাজমুল মুন্সি ২। শফিউদ্দীন আহমদ ৩। বাহাউদ্দীন আহম্মদ বাহার ৪। সুদান কুমার রয় ৫। তাপস ভট্টাচার্য ৬। বিনয় মজুমদার ৭। একেএম খোরশেদ আলম খান ৮। দেবরাজ বিশ্বাস সব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক ও উপরের এই পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সাফল্য কামনা করি। আর/১০:১৪/২৯ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gFWBV8
November 30, 2016 at 06:04AM
Home
»
বিশ্ব বাংলা
» চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন সম্পন্ন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন