ঢাকা, ১৬ নভেম্বর- নোটিশের জবাব না দেয়ার অভিযোগে নন প্রসিকিউশন মামলায় তাহমিদ হাসিব খানকে ১৮ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর হাকিম নুর নবী এ সমন জারি করেন। এর আগে ২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাহমিদের বিরুদ্ধে গুলশানের হামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন এবং সরকারি কর্মচারীর নোটিশের জবাব না দেয়ায় একটি নন প্রসিকিউশন (দণ্ডবিধি ১৭৬ ধারা) মামলা দায়ের করেন। গত ২ অক্টোবর ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা তাকে জামিন প্রদান করেন। ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম নুর নবী ৫৪ ধারা থেকে তাহমিদকে অব্যাহতি প্রদান করেন। ২ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিলেন। এফ/২১:২৫/১৬নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fVpcWc
November 17, 2016 at 03:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top