নিজস্ব প্রতিবেদক ● নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠিাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের ১৫৩তম জন্ম ও কলেজের ১১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কলেজ প্রশাসনের আয়োজনে প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ রায়ের স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় বণার্ঢ্য কর্মজীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান রুহুল আমিন ভূঁইয়া, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর শাহ এমরান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবীব আহসান উল্ল্যাহ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিজিত কুমার, রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হারিস আহমেদ ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবু জাফর খান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রশীদ বলেন, প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠা একই দিনে। আজকের এই দিন অবশ্যই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, ভিক্টোরিয়া কলেজ আজ কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছে। এই কলেজ থেকে রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এটি প্রতিষ্ঠা করেন। তিনি ঠিকাদারি পেশার সাথে যুক্ত ছিলেন এবং শিক্ষা-অনুরাগী ছিলেন। তিনি তাঁর কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন কাল থেকে মহাকাল।
উল্লেখ্য, দিনটিকে স্মরণীয় করে রাখতে নেয়া হয়েছে নানা কর্মসূচি। গুণী ও বিদায়ী শিক্ষক সংবর্ধনা এবং রাতে ভিক্টোরিয়া কলেজ পরিবার ও সুধীজনদের নিয়ে বার্ষিক প্রীতিভোজ।
The post কুভিক প্রতিষ্ঠাতার জন্মদিন ও কলেজের ১১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2fbVbEm
November 24, 2016 at 10:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন